কর্নেল স্যান্ডার্সের জন্মদিনে পথশিশুদের সঙ্গে কেএফসি

বণিক বার্তা অনলাইন

কর্নেল হারল্যান্ড স্যান্ডার্সের হাত ধরে যাত্রা করেছিল জনপ্রিয় ফ্রাইড চিকেন ব্র্যান্ড কেএফসি গত ৯ সেপ্টেম্বর ছিল তার জন্মদিন। এ দিনে কেনটাকি কিং ১৩২তম বছরে পদার্পন করলেন। আর উপলক্ষ্যটি স্মরণীয় করে রাখতে দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করে কেএফসি বাংলাদেশ  

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, কর্নেল স্যান্ডার্স সুবিধাবঞ্চিত শিশুদের আপ্যায়ন করাতে পছন্দ করতেন। তারই সূত্র ধরে জন্মদিনের আয়োজনে কেএফসি তাদের রাজধানীর মিরপুর ১১ স্টোরে আমন্ত্রণ জানায় মজার ইশকুলের সুবিধাবঞ্চিত পথশিশুদের।

শিশুদের সঙ্গে নিয়ে কেক কাটেন ট্রান্সকম ফুডস লিমিটেডের সিইও অমিত দেব থাপা ও কেএফসি অন্যান্য কর্মকর্তারা। আমন্ত্রিত বাচ্চাদের জন্য পরিবেশন করা হয় কেএফসির সিগনেচার খাবারগুলো। আরো আমন্ত্রণ জানানো হয় ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েটর শুভাশীষ ভৌমিককে। ছেলে ঋতুরাজকে সঙ্গে নিয়ে বাচ্চাদের সঙ্গে সময় কাটান তিনি

আয়োজনটি ফেসবুকে সরাসরি সম্প্রচার হয়। এ ছাড়া ক্রেতাদের জন্য ছিল কর্নেলের পক্ষ থেকে বার্থডে ট্রিট।

পুরো আয়োজন নিয়ে ট্রান্সকম ফুডস লিমিটেডের সিইও অমিত দেব থাপা বলেন, কর্নেল স্যান্ডার্স রেস্টুরেন্ট জগতে একটি অনুপ্রেরণার নাম যা ফ্রাইড চিকেনের সঙ্গে ওতোপ্রতোভাবে জড়িত। আমরা সর্বদা তার মূল্যবোধ অনুসরণ করার চেষ্টা করি এবং ব্যবসায়িক কার্যক্রমে তার যে নীতি ছিল তা সঙ্গে নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করি।   

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন