শেয়ার বিক্রি করবেন মার্কেন্টাইল ব্যাংকের দুই উদ্যোক্তা

নিজস্ব প্রতিবেদক

পুঁজিবাজারে তালিকাভুক্ত মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের উদ্যোক্তা একেএম শহীদ রেজা বিলকিস বেগম ব্যাংকটির মোট ১৭ লাখ শেয়ার পৃথকভাবে বিক্রি করার ঘোষণা দিয়েছেন। ৩০ কার্যদিবসের মধ্যে ডিএসইর মূল মার্কেটের মাধ্যমে বিদ্যমান বাজারদরে উল্লিখিত পরিমাণ শেয়ার বিক্রি করবেন তারা। স্টক এক্সচেঞ্জ সূত্রে তথ্য জানা গিয়েছে।

তথ্য অনুসারে, ব্যাংকটির উদ্যোক্তা একেএম শহীদ রেজা ১০ লাখ শেয়ার বিক্রি করার ঘোষণা দিয়েছেন। তার কাছে বর্তমানে ব্যাংকটির মোট কোটি ৯৩ লাখ ৯৪ হাজার ১২৬টি শেয়ার রয়েছে। আরেক উদ্যোক্তা বিলকিস বেগম ব্যাংকটির সাত লাখ শেয়ার বিক্রি করবেন। তার কাছে বর্তমানে ব্যাংকটির ১০ লাখ ৯১ হাজার ৯৮২টি শেয়ার রয়েছে।

সর্বশেষ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, চলতি ২০২২ হিসাব বছরের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) মার্কেন্টাইল ব্যাংকের শেয়ারপ্রতি সমন্বিত শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে টাকা ২২ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল টাকা ৯৩ পয়সা।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন