মুনাফা থেকে লোকসানে হাইডেলবার্গ

নিজস্ব প্রতিবেদক

অত্যাবশ্যকীয় কাঁচামালের দাম বেড়ে যাওয়া, পণ্য জাহাজীকরণের উচ্চব্যয়, ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়ন এবং পূর্বনির্ধারিত কারখানার মেরামত রক্ষণাবেক্ষণ বাবদ ব্যয় বেড়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত সিমেন্ট খাতের বহুজাতিক কোম্পানি হাইডেলবার্গ সিমেন্ট বাংলাদেশ লিমিটেডের। এতে চলতি ২০২২ হিসাব বছরের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) কোম্পানিটিকে ২০ কোটি টাকা লোকসান গুনতে হয়েছে। যেখানে আগের বছরের একই সময়ে ৬৬ কোটি টাকা মুনাফা হয়েছিল কোম্পানিটির।

গতকাল অনুষ্ঠিত সভায় চলতি হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করেছে হাইডেলবার্গ সিমেন্ট বাংলাদেশের পর্ষদ। প্রতিবেদন অনুসারে, চলতি হিসাব বছরের প্রধমার্ধে কোম্পানিটির বিক্রি হয়েছে ৯৩০ কোটি টাকা। যেখানে আগের বছরের একই সময়ে বিক্রি হয়েছিল ৯৬০ কোটি টাকা। এক বছরের ব্যবধানে কোম্পানিটির বিক্রি কমেছে শতাংশ। কাঁচামালের দাম বাড়ার কারণে আলোচ্য সময়ে কোম্পানিটির উৎপাদন ব্যয় আগের বছরের একই সময়ের তুলনায় প্রায় শতাংশ বেড়ে ৮৭৮ কোটি টাকায় দাঁড়িয়েছে। এতে চলতি হিসাব বছরের প্রথমার্ধে কোম্পানিটির মোট মুনাফা হয়েছে ৫২ কোটি টাকা, যা আগের বছরের একই সময়ে ছিল ১৩৯ কোটি টাকা। আলোচ্য সময়ে কোম্পানিটির পরিচালন মুনাফা হয়েছে কোটি ৯৬ লাখ টাকা, যা আগের বছরের একই সময়ে ছিল ৯৩ কোটি টাকা। চলতি হিসাব বছরের প্রথমার্ধে কোম্পানিটির ২০ কোটি ৫৩ লাখ টাকা কর-পরবর্তী নিট লোকসান হয়েছে। যেখানে আগের বছরের একই সময়ে ৬৬ কোটি ৬৪ লাখ টাকা নিট মুনাফা হয়েছিল। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে টাকা ৬৩ পয়সা। যেখানে আগের বছরের একই সময়ে শেয়ারপ্রতি আয় (ইপিএস) ছিল ১১ টাকা ৭৯ পয়সা। বছরের ৩০ জুন শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৬০ টাকা ৩৭ পয়সায়।

এদিকে চলতি হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকে হাইডেলবার্গ সিমেন্ট বাংলাদেশের বিক্রি হয়েছে ৩৮৮ কোটি ৭৮ লাখ টাকা। যেখানে আগের বছরের একই সময়ে বিক্রি হয়েছিল ৪০৯ কোটি ৬৬ লাখ টাকা। এক বছরের ব্যবধানে কোম্পানিটির বিক্রি কমেছে শতাংশ। আলোচ্য সময়ে কোম্পানিটির কোটি ৭৫ লাখ টাকা কর-পরবর্তী নিট লোকসান হয়েছে। যেখানে আগের বছরের একই সময়ে ২০ কোটি টাকা নিট মুনাফা হয়েছিল। দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৬৬ পয়সা। যেখানে আগের বছরের একই সময়ে ইপিএস ছিল টাকা ৫৬ পয়সা।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন