শেয়ার বিক্রির চাপে শুরুর উত্থান ধরে রাখতে পারল না সূচক

নিজস্ব প্রতিবেদক

টানা চার কার্যদিবস উত্থান ধরে রেখেছিল ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক সূচক ডিএসইএক্স। সময়ে এক্সচেঞ্জটিতে ১৩৮ পয়েন্ট যোগ হয়। তবে ফের সূচকটিতে গতকাল পতন হয়েছে। এদিন দশমিক ১৭ শতাংশ পয়েন্ট হারিয়েছে সূচক। যদিও দিনের শুরুতেই সূচকে ভালো উত্থান হয়েছিল। তবে শেয়ার বিক্রির চাপে শেষ পর্যন্ত সেই উত্থান ধরে রাখা যায়নি। তবে সূচক কমলেও এক্সচেঞ্জটির লেনদেন বেড়েছে প্রায় শতাংশ। দেশের আরেক পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সূচক লেনদেন দুটোই কমেছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, গতকাল লেনদেনের শুরুতেই ডিএসইএক্সে পয়েন্ট যোগ হয়। এরপর কিছুটা কমলেও ফের বড় উত্থান হয়। লেনদেন শুরুর ২০ মিনিটের মধ্যেই সূচকে ৪৩ পয়েন্ট যোগ হয়। এর পর থেকে সূচকটিতে উত্থান-পতন চলতে থাকে। তবে দিনের শেষভাগে বিনিয়োগকারীদের মধ্যে মুনাফা তুলে নেয়ার প্রবণতা দেখা যায়। যার কারণে শেয়ার বিক্রি বাড়তে থাকে। পাশাপাশি সূচকও দ্রুত নিম্নমুখী হওয়া শুরু করে। দিনশেষে ১২ দশমিক ৪৯ পয়েন্ট হারিয়ে সূচকটি হাজার ৫২ পয়েন্টে দাঁড়িয়েছে। আগের কার্যদিবসে যা ছিল হাজার ৬৪ পয়েন্ট।

এছাড়া ব্লু-চিপ সূচক ডিএস-৩০ গতকাল প্রায় পয়েন্ট বা দশমিক ১৫ শতাংশ কমে হাজার ৬০৭ দশমিক ৭২ পয়েন্ট দাঁড়িয়েছে। আগের দিন শেষে যা ছিল হাজার ৬১১ দশমিক ৫৪ পয়েন্টে। শরিয়াহ সূচক ডিএসইএস গতকাল দিনশেষে দশমিক ৪৩ পয়েন্ট বা দশমিক ৩০ শতাংশ কমে হাজার ৫০৯ দশমিক ৫৬ পয়েন্টে অবস্থান করছে। আগের দিন শেষে যা ছিল হাজার ৫১৪ পয়েন্টে।

গতকাল ডিএসইতে লেনদেন হয়েছে হাজার ৪২৭ কোটি টাকা। এর আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল হাজার ৩৩৫ কোটি টাকা। এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৮০টি কোম্পানি, মিউচুয়াল ফান্ড করপোরেট বন্ডের মধ্যে দিনশেষে দর বেড়েছে ১৩৩টির, কমেছে ১৯২টির আর অপরিবর্তিত ছিল ৫৫টি সিকিউরিটিজের বাজারদর।

খাতভিত্তিক লেনদেনচিত্রে দেখা যায়, গতকাল ডিএসইর মোট লেনদেনের ১৪ দশমিক শতাংশ দখলে নিয়ে শীর্ষে অবস্থান করছে বিবিধ খাত। দ্বিতীয় সর্বোচ্চ ১২ দশমিক শতাংশ দখলে নিয়েছে ওষুধ রসায়ন খাত। ১০ দশমিক শতাংশ লেনদেনের ভিত্তিতে তৃতীয় অবস্থানে রয়েছে সাধারণ বীমা খাত। গতকাল সেবা খাতে সবচেয়ে বেশি দশমিক শতাংশ ইতিবাচক রিটার্ন এসেছে। অন্যদিকে নেতিবাচক রিটার্নের শীর্ষে ছিল খাদ্য আনুষঙ্গিক খাত, দশমিক শতাংশ।

ডিএসইতে গতকাল লেনদেনের ভিত্তিতে শীর্ষ সিকিউরিটিজ ছিল বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি), ফরচুন সুজ, বেক্সিমকো লিমিটেড, সাইফ পাওয়ারটেক, ইসলামী ব্যাংক, ওরিয়ন ফার্মা, বিএটিবিসি, বিবিএস, একমি ল্যাব ফারইস্ট লাইফ ইন্স্যুরেন্স।

সিএসইতে গতকাল সিএসসিএক্স সূচক দিনের ব্যবধানে ২৬ দশমিক ৫১ পয়েন্ট কমে ১২ হাজার ৪২১ পয়েন্টে অবস্থান করছে। আগের কার্যদিবসে সূচকটির অবস্থান ছিল ১২ হাজার ৪৪৭ পয়েন্টে। সিএসইর সব শেয়ারের সূচক সিএএসপিআই গতকাল ৪৬ পয়েন্ট কমে ২০ হাজার ৬৭৫ পয়েন্টে দাঁড়িয়েছে। এর আগের কার্যদিবসে সূচকটির অবস্থান ছিল ২০ হাজার ৭২১ পয়েন্টে। এদিন এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ৩০৮টি কোম্পানি মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১২২টির, কমেছে ১৪৮টির আর অপরিবর্তিত ছিল ৩৮টির বাজারদর। গতকাল সিএসইতে মোট ৪২ কোটি ২৭ লাখ টাকার সিকিউরিটিজ হাতবদল হয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ৫৩ কোটি ৩৯ লাখ টাকা।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন