সর্বোচ্চ সংখ্যক ফ্লাইট পরিচালনা ভিস্তাজেটের

বণিক বার্তা ডেস্ক

ব্যক্তিগত উড়োজাহাজ ভাড়া করে ভ্রমণের চাহিদা বাড়ছে। কভিডজনিত বিধিনিষেধ শিথিল হওয়ায় চাহিদায় এমন উল্লম্ফন দেখা গেছে। অবস্থায় চলতি বছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) নয় হাজার ফ্লাইট পরিচালনা করেছে ভিস্তাজেট। সংখ্যা ইউরোপীয় ব্যক্তিগত উড়োজাহাজ পরিষেবা প্রতিষ্ঠানটির ইতিহাসে সর্বোচ্চ। খবর দ্য ন্যাশনাল।

ভিস্তাজেটের প্রধান বাণিজ্যিক কর্মকর্তা আয়ান মুর জানিয়েছেন, ধনীদের বিলাস ভ্রমণের চাহিদা বাড়ছে। বাড়তি চাহিদার সঙ্গে সংগতি রেখে উড়োজাহাজ সেবা দিতে হিমশিম খাচ্ছে ভিস্তাজেট।

তিনি বলেন, কভিড-১৯ মহামারীজনিত সংকট কিছুটা শিথিল হওয়ায় ব্যবসায়ীরা সরাসরি বৈঠক করতে ব্যক্তিগত উড়োজাহাজ ব্যবহার করছেন। ফলে চাহিদা বেড়েছে ভিস্তাজেটের। দীর্ঘ ২০ বছরের অভিজ্ঞতায় জোগান চাহিদার মাঝে এমন অসমতা দেখা যায়নি বলেও জানান তিনি।

চলতি বছর আগামী বছর মোট নয়টি বোম্বারডিয়ার গ্লোবাল ৭৫০০ মডেলের উড়োজাহাজ কিনবে ভিস্তাজেট। এর মাধ্যমে সংস্থাটির বহরে দীর্ঘ দূরত্বের বাণিজ্যিক উড়োজাহাজের সংখ্যা ১৩টিতে উন্নীত হবে। পাশাপাশি আরো ১০টি বোম্বারডিয়ার চ্যালেঞ্জার ৩৫০ কিনবে প্রতিষ্ঠানটি। সে হিসেবে আগামী বছরের শেষ নাগাদ ভিস্তাজেটের মোট উড়োজাহাজের সংখ্যা হবে ৯৬টি।

এদিকে কভিডজনিত ভ্রমণ নিষেধাজ্ঞা শিথিল হওয়ায় ব্যক্তিগত উড়োজাহাজ সরবরাহের পূর্বাভাস বাড়িয়েছে মার্কিন এভিয়েশন প্রতিষ্ঠান হানিওয়েল। ২০২২ থেকে ২০৩১ সালের মধ্যে হাজার ৪০০টি নতুন ব্যক্তিগত উড়োজাহাজ সরবরাহের পূর্বাভাস দিয়েছে প্রতিষ্ঠানটি। উড়োজাহাজগুলোর মোট মূল্য হবে ২৩ হাজার ৮০০ কোটি ডলার। গত বছরের চেয়ে উড়োজাহাজ সরবরাহের পূর্বাভাস শতাংশ বেশি।

ব্যক্তিগত উড়োজাহাজের ফ্লাইটগুলো এখনো কভিডজনিত প্রতিবন্ধকতা কাটিয়ে উঠতে পারেনি। যদিও গত তিন-চার মাসে ব্যক্তিগত উড়োজাহাজ ভ্রমণের সংখ্যা বেড়েছে ভিস্তাজেটের। চলমান সরবরাহ চেইনের প্রতিবন্ধকতা কাটিয়ে উঠতে প্রচেষ্টা চালাচ্ছে সংস্থাটি।

আয়ান মুর বলেছেন, সাধারণত এসব ব্যক্তিগত উড়োজাহাজের ভ্রমণকারীরা কোনো প্রতিষ্ঠানের চেয়ারম্যান বা প্রধান নির্বাহী হয়ে থাকেন। কভিডজনিত কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর ব্যক্তিগত উড়োজাহাজের সুবাদে গত ছয মাসে তারা সরবরাহ চেইন, ক্রেতা অফিসে যাতায়াত করতে পারছেন।

এদিকে বছরের তৃতীয় প্রান্তিকে শক্তিশালী চাহিদার কথাও জানিয়েছেন মুর। তিনি বলেন, জুলাই-আগস্টের ছুটির মৌসুমে ব্যক্তিগত উড়োজাহাজ ভ্রমণ পুনরুদ্ধার হওয়ায় এমন চাহিদার দেখা পাওয়া গেছে। বছরের শেষ নাগাদ ফ্লাইটের সংখ্যা আরো বাড়বে বলে আশা করছেন মুর।

সংস্থাটি জানিয়েছে, চলতি বছরের প্রথমার্ধে বিশ্বজুড়ে ভিস্তাজেটের গ্রাহক বেড়েছে ৫০ শতাংশ। পাশাপাশি সময়ে উড্ডয়নের সময় বেড়েছে ৬৭ শতাংশ। বছরের শুরুতে ভিস্তাজেটের সবচেয়ে জনপ্রিয় গন্তব্য ছিল সংযুক্ত আরব আমিরাত।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন