শুরু হচ্ছে সিসিমপুরের নতুন সিজন

ফিচার প্রতিবেদক

এগিয়ে চলো, পেখম মেলে স্লোগানে শুরু হচ্ছে শিশুদের প্রিয় অনুষ্ঠান সিসিমপুরের নতুন সিজন, সিজন-১৪। সিজনে হালুম, টুকটুকি, ইকরি শিকু হাজির হচ্ছে মজার মজার গল্প নিয়ে। আগামী শুক্রবার থেকে সিজনের নতুন পর্বগুলো শিশুরা দেখতে পাবে দুরন্ত টেলিভিশনের পর্দায়। পরবর্তী সময়ে এটি বিটিভি মাছরাঙা টেলিভিশনে দেখা যাবে।

এবারো সিজনটিতে থাকবে ইকরির বর্ণ লেখার গল্পগুলো। প্রতিটি পর্বে ইকরি সাউন্ড আর ভিজুয়ালের মাধ্যমে খেলতে খেলতে শেখাবে কীভাবে প্রতিটি বর্ণ লিখতে হয়। থাকবে উপস্থাপক শিকুর উপস্থাপনায় দারুণ কুইজ শো শিকুর বলতে পারো। বন্ধু রায়াকে সঙ্গে নিয়ে মুশকিল আসানকারী গ্রোভার দারুণ মজার সব গল্প শোনাবে। মুশকিল আসান করতে গিয়ে কীভাবে মুশকিল আরো বাড়িয়ে দেয় এবং তা থেকে শেষ পর্যন্ত কীভাবে উত্তরণ ঘটে, এরই বর্ণনা থাকবে সেসব গল্পে।

আগামীকাল ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে সিসিমপুর সিজন-১৪ উদ্বোধন করবেন প্রাথমিক গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত থাকবেন মহিলা শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. সায়েদুল ইসলাম, ইউএসএআইডির মিশন ডিরেক্টর ক্যাথরিন ডেভিস স্টিভেনস, সিসেমি ওয়ার্কশপের প্রেসিডেন্ট শেরি ওয়েস্টিন, বিটিভির মহাপরিচালক সোহরাব হোসেন, মাছরাঙা টেলিভিশনের নির্বাহী পরিচালক অজয় কুমার কুণ্ডু প্রমুখ।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন