মহামারী শেষ করতে বিশ্বনেতাদের প্রতি আহ্বান হলিউড তারকাদের

ফিচার ডেস্ক

হলিউড তারকা অ্যালিসা মিলানো

কভিড-১৯ মহামারী এখনই শেষ করতে বিশ্বনেতাদের অনুরোধ জানিয়েছেন অ্যালিসা মিলানো, আন হ্যাথওয়েসহ হলিউড তারকারা। তারা বলেন, পৃথিবীর সবাই নিরাপদ না হওয়া পর্যন্ত আমরা কেউ নিরাপদ নই। কেয়ার সংস্থার ওয়েবসাইটে পোস্ট করা একটি খোলা চিঠিতে অনুরোধ জানানো হয়। সংস্থাটি সারা বিশ্বের দারিদ্র্য কমিয়ে আনতে কাজ করছে। খোলা চিঠিতে বলা হয়, জাতিসংঘের সাধারণ সভায় বিশ্বনেতাদের আহ্বান জানাতে চাই আমরা, তারা যেন সাহসিকতার সঙ্গে প্রতিটি জায়গা থেকে করোনা মহামারী দূর করেন। দেবরা মেসিং, ইভা লনগোরিয়া, মালিন আকারম্যান, দেবিই অ্যালেন, জর্দানা ব্রিস্টার, কনি ব্রিটন, কিয়ারাসহ হলিউড অন্যান্য তারকার স্বাক্ষরিত চিঠিতে লেখা হয়, উদাসীনতার কারণে মানবসৃষ্ট মহামারী এটি। পর্যাপ্ত ভ্যাকসিন উৎপাদন হওয়া সত্ত্বেও শুধু নিম্ন আয়ের দেশের শতাংশ মানুষ করোনা টিকার প্রথম ডোজ নিতে পেরেছে। কোনো সুরক্ষা ছাড়াই অসহায় বিশ্ব সবচেয়ে ঝুঁকিপূর্ণ মহামারীর মুখোমুখি। এর মধ্যে আবার কভিডের ডেল্টা ভ্যারিয়েন্ট অন্য মাত্রা যোগ করেছে।

 

সূত্র: ফক্সনিউজ

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন