৪৭ কোটি ডলার লোকসানে এএনএ

বণিক বার্তা ডেস্ক

বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) হাজার ১১৬ কোটি ইয়েন বা ৪৭ কোটি ডলার লোকসান গুনেছে এএনএ হোল্ডিংস ইনকরপোরেটেড। তবে শক্তিশালী কার্গো ব্যবসার কারণে ক্ষতি কিছুটা পুষিয়ে নিতে পেরেছে জাপানের উড়োজাহাজ পরিবহন সংস্থাটি।

কিয়োদো নিউজের একটি প্রতিবেদনে বলা হয়েছে, অল নিপ্পন এয়ারওয়েজ ২০২০ সালে ১০ হাজার ৮৮২ কোটি ইয়েন লোকসান গুনেছিল। ২০২১ অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে এর পরিমাণ প্রায় অর্ধেকে নেমে এসেছে।

দ্বিতীয় প্রান্তিকে প্রতিষ্ঠানটি অপারেটিং খাতে হাজার ৪৬১ কোটি ইয়েন লোকসান গুনেছে। বিগত বছর এর পরিমাণ ছিল ১৫ হাজার ৯০৭ কোটি ইয়েন। অন্যদিকে বিক্রির হার ৬৩ দশমিক শতাংশ বেড়ে ১৯ হাজার ৮৯১ কোটি ইয়েনে দাঁড়িয়েছে। এএনএ চলতি অর্থবছরের মার্চ থেকে এর আয়ের পূর্বাভাস বজায় রেখে আসছিল। আগের ব্যবসায়িক বছরে রেকর্ড হাজার ৪৬২ কোটি ইয়েন লোকসানের পর চলতি বছর অধিকাংশ জাপানিজ এয়ারলাইন ৩৫০ কোটি ইয়েন মুনাফা অর্জনের মাধ্যমে ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা করছে।

করোনা-পূর্ববর্তী সময়ের চেয়ে উড়োজাহাজে ভ্রমণ চাহিদা নিম্নমুখী থাকলেও জাপানে টিকা পাসপোর্টের প্রচলনসহ বেশকিছু ইতিবাচক উদ্যোগের কারণে খাতে প্রবৃদ্ধি ফিরে আসছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন