মাছ ধরা নিয়ে যুক্তরাজ্য-ইইউ নতুন চুক্তি

বণিক বার্তা ডেস্ক

জলসীমার ওপর নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার পর ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে প্রথম মাছ আহরণবিষয়ক চুক্তি সই করেছে যুক্তরাজ্য চুক্তি অনুযায়ী, আনুমানিক ৩৩ কোটি ৩০ লাখ পাউন্ডের মাছ আহরণের সুযোগ থাকবে যুক্তরাজ্যের মাছ ধরার জাহাজগুলোর জন্য নির্দিষ্ট জলসীমা থেকে ব্রিটিশ জাহাজগুলো কী পরিমাণ মাছ ধরতে পারবে সে বিষয়ে স্থিতিশীলতা আনতে ইইউ সদস্য রাষ্ট্রগুলোর জন্য সুবিধা নিশ্চিত করতেই চুক্তি খবর এক্সপ্রেস

ইউরোপীয় ইউনিয়নের সদস্য থাকার সময় সদস্য দেশগুলো যুক্তরাজ্যের জলসীমা থেকে কী পরিমাণ মাছ ধরতে পারবে তা নির্ধারণ করত ব্রাসেলস এখন যুক্তরাজ্য ইইউর সদস্য নয় তারা ইইউ থেকে বের হয়ে যাওয়ার পর থেকে দুপক্ষের মধ্যে মাছ ধরা নিয়ে নিয়মিত দ্বন্দ্ব দেখা দেয় যুক্তরাজ্যের জলসীমায় মাছ ধরার জন্য যে লাইসেন্স প্রয়োজন হয়, সেটি দিতে তারা দেরি করে বলে অভিযোগ করে ফ্রান্স লাইসেন্স-সংক্রান্ত জটিলতার কারণে প্যারিসও ক্ষুব্ধ হয় যুক্তরাজ্যের প্রতি পরিস্থিতি এমন দাঁড়ায় যে, তার সমাধান করতে রয়েল নেভিকে কাজে লাগান বরিস জনসন

এমন অবস্থায় ইইউর সঙ্গে নতুন করে চুক্তি করল ব্রিটেন দুই বছর আগে ব্রিটেন ইইউ মাছ ধরার যে সীমা নির্ধারণ করেছিল, নতুন চুক্তি সে সীমাকে প্রতিস্থাপন করবে পরিবেশবিষয়ক মন্ত্রী জর্জ ইউস্টিস বলেন, যেহেতু আমরা স্বাধীন উপকূলীয় রাজ্য হিসেবে এগিয়ে যাচ্ছি, সেহেতু আমাদের শিল্প খাতের স্বার্থের দিকে নজর দিতে হবে মৎস্য খাতকে কীভাবে আরো টেকসইভাবে পরিচালনা করা যায় সেটাও দেখতে হবে তিনি বলেন, ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে নতুন চুক্তির ফলে যুক্তরাজ্যের মৎস্য খাতের ভবিষ্যৎ স্থিতিশীল হবে বলে আশা করছি

গত বছরের ডিসেম্বরে যুক্তরাজ্য ইইউর মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি শেষ হয়ে যায় ফলে নিজের জলসীমায় আবার অধিকার বুঝে পায় ব্রিটেন নতুন চুক্তির ফলে অঞ্চলের অন্য দেশগুলোর জেলেরা আগামী পাঁচ বছর যুক্তরাজ্যের জলসীমা থেকে মাছ ধরার অনুমতি পাবেন তবে এজন্য তাদের কাছে অবশ্যই বৈধ লাইসেন্স থাকতে হবে

চুক্তি অনুযায়ী গত বছরের চাইতে যুক্তরাজ্যের মাছ ধরা জাহাজগুলোর জন্য বরাদ্দকৃত কোটা বেড়েছে ফলে গত বছরের তুলনায় ২৬ হাজার টন মাছ বেশি ধরতে পারবে তারা এর ফলে আনুমানিক কোটি ৭০ লাখ পাউন্ডের বেশি আয় বাড়বে বলে প্রত্যাশা করছে দেশটির ডিপার্টমেন্ট ফর এনভায়রনমেন্ট, ফুড অ্যান্ড রুরাল অ্যাফেয়ার্স

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন