মারুতি সুজুকির মুনাফা বেড়েছে ৪৭ শতাংশ

বণিক বার্তা ডেস্ক

ছবি : সংগৃহীত

সর্বশেষ প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) বড় অংকের মুনাফা অর্জন করেছে জাপানিজ গাড়ি নির্মাতা মারুতি সুজুকির সহযোগী প্রতিষ্ঠান মারুতি সুজুকি ইন্ডিয়া লিমিটেড (এমএসআইএল) মার্চে শেষ হওয়া কোম্পানির চতুর্থ প্রান্তিকে নিট মুনাফা হয়েছে হাজার ৯৫২ কোটি রুপি। এটি ২০২৩ সালের একই প্রান্তিকের হাজার ৬৮৭ কোটি রুপির তুলনায় ৪৭ শতাংশ বেশি। খবর দ্য হিন্দু।

মূলত গাড়ি বিক্রি বৃদ্ধি, পণ্যের অনুকূল মূল্য অন্যান্য আয়ের কারণে মুনাফার এমন উল্লম্ফন দেখেছে মারুতি সুজুকি। প্রান্তিকে কোম্পানিটির সামগ্রিক আয় ২০ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৩৯ হাজার ৬৫৪ কোটি রুপিতে। এক বছর আগে একই প্রান্তিকে সামগ্রিক আয় ছিল ৩৩ হাজার ১৫ কোটি রুপি।

জানুয়ারি-মার্চ তিন মাসে ভারতে কোম্পানিটির গাড়ি বিক্রি হয়েছে লাখ ৮৪ হাজার ৩১ ইউনিট। ২০২৩ সালের একই সময়ে বিক্রি হয়েছিল লাখ ১৪ হাজার ৯২৭ ইউনিট। সে হিসাবে গাড়ি বিক্রি বেড়েছে ১৩ দশমিক শতাংশ।

এদিকে ২০২৩-২৪ অর্থবছরে মারুতি সুজুকি ইন্ডিয়ার সামগ্রিক নিট মুনাফা হয়েছে ১৩ হাজার ৪৮৮ কোটি রুপি, যা ২০২২-২৩ অর্থবছরের হাজার ২৬৩ কোটি রুপি থেকে প্রায় ৬৩ দশমিক ২৩ শতাংশ বেশি।

গত অর্থবছরে মোট আয় ২১ শতাংশ বেড়েছে কোম্পানিটির। এর পরিমাণ দাঁড়িয়েছে লাখ ৪৫ হাজার ৯৫১ কোটি রুপি, যা ২০২২-২৩ অর্থবছরে ছিল লাখ ২০ হাজার ৬৭৪ কোটি রুপি। কোম্পানিটি ২০২৩-২৪ অর্থবছরে মোট গাড়ি বিক্রি করেছে ২১ লাখ ৩৫ হাজার ৩২৩ ইউনিট, যা ২০২২-২৩ অর্থবছরের ১৯ লাখ ৬৬ হাজার ১৬৪ ইউনিটের তুলনায় দশমিক শতাংশ বেশি।

এমএসআইএলের চেয়ারম্যান আরসি ভারগভ সাংবাদিকদের বলেন, ‘গত বছরের উচ্চ বিক্রির কারণে বছর পুরো খাতেই প্রবৃদ্ধি কিছুটা কম দেখা যেতে পারে। এক্ষেত্রে চলতি বছরে দুই অংকের (ডাবল ডিজিট) মুনাফার প্রত্যাশা নিয়ে এগোচ্ছে মারুতি সুজুকি।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন