ঢাকা-১৪, সিলেট-৩ ও কুমিল্লা-৫

তিন আসনে প্রার্থী চূড়ান্ত করেছে আওয়ামী লীগ

নিজস্ব প্রতিবেদক

আগামী ১৪ জুলাই অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকা-১৪, সিলেট- কুমিল্লা- আসনের উপনির্বাচন। আসন্ন নির্বাচনে দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। ঢাকা-১৪ আসনে আগাখান মিন্টু, সিলেট- আসনে হাবিবুর রহমান কুমিল্লা- আসনে আবুল হাসেম খান দলটির মনোনয়ন পেয়েছেন।

গতকাল বেলা ১১টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতে অংশ নেন মনোনয়ন বোর্ডের সদস্য আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, শেখ ফজলুল করিম সেলিম, ওবায়দুল কাদের, . মো. আব্দুর রাজ্জাক, কর্নেল (অব.) ফারুক খান, কাজী জাফরুল্লাহ আবদুস সোবহান গোলাপ। সভা থেকে তিনটি আসনে দলটির প্রার্থী চূড়ান্ত করা হয়। পরবর্তী সময়ে দলের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে মনোনয়নের বিষয়টি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করে দলটি।

প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়, সভার সিদ্ধান্ত অনুযায়ী জাতীয় সংসদের তিনটি আসনের উপনির্বাচনে যথাক্রমে ১৮৭ ঢাকা-১৪ আসনে আগাখান মিন্টু, ২৩১ সিলেট- আসনে হাবিবুর রহমান এবং ২৫৩ কুমিল্লা- আসনে আবুল হাসেম খানকে আওয়ামী লীগের মনোনয়ন দেয়া হয়।

আসন্ন উপনির্বাচনকে কেন্দ্র করে তিনটি আসনে মোট ৯৪টি মনোনয়নপত্র বিতরণ করে দলটি। এর মধ্যে ঢাকা-১৪ আসনে ৩৪ জন, সিলেট- আসনে ২৫ এবং কুমিল্লা- আসনে ৩৫ জন প্রার্থী দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেন। যাচাই-বাছাই শেষে তিনজনকে চূড়ান্ত করা হয়।

প্রার্থী চূড়ান্তের বিষয়ে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ড সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফরুল্লাহ বণিক বার্তাকে বলেন, যারা দলের নিবেদিতপ্রাণ, দীর্ঘদিন আওয়ামী লীগের সঙ্গে যুক্ত তাদেরই আমরা পছন্দ করেছি। নব্য আওয়ামী লীগার, যারা টাকা-পয়সা হওয়ার কারণে ছোটাছুটি করছেন, তাদের আমরা ডিসকারেজ করেছি।

গত এপ্রিল ঢাকা-১৪ আসনে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আসলামুল হক, ১১ মার্চ সিলেট- আসনে মাহমুদুস সামাদ চৌধুরী এবং ১৪ এপ্রিল কুমিল্লা- আসনে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সাবেক মন্ত্রী অ্যাডভোকেট আব্দুল মতিন খসরুর মৃত্যুতে আসন তিনটি শূন্য হয়।

জুন ওই তিনটি আসনের উপনির্বাচনে তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। তফসিল অনুযায়ী, তিন আসনে ১৫ জুন মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন। ১৭ জুন মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে। ২৩ জুন পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন