প্রথম প্রান্তিক

ফিনিক্স ইন্স্যুরেন্সের আয় বেড়েছে ২০ শতাংশ

নিজস্ব প্রতিবেদক

পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের ফিনিক্স ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের চলতি ২০২১ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) প্রিমিয়াম আয় বেড়েছে সাড়ে ২০ শতাংশ আলোচ্য সময়ে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা সাড়ে ২৫ শতাংশ বেড়েছে

কোম্পানিটির অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির প্রিমিয়াম আয় হয়েছে ২০ কোটি ১৪ লাখ ৬২০ টাকা, যা আগের বছর একই সময় ছিল ১৬ কোটি ৭০ লাখ ৮২ হাজার ৫৮৬ টাকা সে হিসাবে কোম্পানিটির আয় বেড়েছে কোটি ৪৩ লাখ ১৮ হাজার ৩৪ টাকা বা ২০ দশমিক ৫৩ শতাংশ আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে কোটি ৭৬ লাখ ৬০ হাজার ৮১১ টাকা, যা আগের বছর একই সময় ছিল কোটি ২০ লাখ হাজার ৬২১ টাকা সে হিসাবে কোম্পানিটির মুনাফা হয়েছে ৫৬ লাখ ৫৫ হাজার ১৯০ টাকা বা ২৫ দশমিক ৭০ শতাংশ প্রথম প্রাস্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৬৯ পয়সা, যা আগের বছর একই সময় ছিল ৫৫ পয়সা ৩১ মার্চ ২০২১ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩৭ টাকা ১৮ পয়সা

ফিনিক্স ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২০ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য ১৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে লভ্যাংশ অনুমোদন করে কোম্পানটির পর্ষদ ৩১ ডিসেম্বর শেষে কোম্পানিটির ইপিএস হয়েছে টাকা ৩৩ পয়সা, যা আগের বছর একই সময় ছিল টাকা ৩১ পয়সা ৩১ ডিসেম্বর ২০২০ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৩৯ টাকা ১০ পয়সা ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১১ আগস্ট বেলা ২টা ৩০ মিনিটে ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে -সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৩০ জুন

৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২০ হিসাব বছরের তিন প্রান্তিকে (জানুয়ারি-সেপ্টেম্বর) কোম্পানিটির ইপিএস হয়েছে টাকা ৪৬ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল টাকা ৭২ পয়সা তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) ইপিএস ছিল ৬৩ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৬৩ পয়সা সমাপ্ত হিসাব বছরের ৩০ সেপ্টেম্বর শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৩৯ টাকা ২৯ পয়সা

২০১৯ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের ১২ শতাংশ নগদ লভ্যাংশ দেয় কোম্পানিটি আলোচ্য সময়ে কোম্পানিটির ইপিএস হয়েছিল টাকা ৩১ পয়সা, ৩১ ডিসেম্বর ২০১৯ শেষে কোম্পানিটির এনএভিপিএস ছিল ৩৪ টাকা ৮৮ পয়সা

সর্বশেষ বার্ষিক ইপিএস বাজারদরের ভিত্তিতে শেয়ারের মূল্য-আয় (পিই) অনুপাত ৩২ দশমিক ২৯, হালনাগাদ অনিরীক্ষিত আর্থিক ফলাফলের ভিত্তিতে যা ৩৮ দশমিক ৩২

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার কোম্পানটির শেয়ারের সর্বশেষ সমাপনী দর ছিল ৭৪ টাকা ৬০ পয়সা গত এক বছরে শেয়ারটির সর্বনিম্ন সর্বোচ্চ দর ছিল যথাক্রমে ২১ টাকা ৪০ পয়সা ৭৪ টাকা ৬০ পয়সা

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন