স্পর্শবিহীন লেনদেন বাড়ছে ইউএইতে

বণিক বার্তা ডেস্ক

করোনা মহামারীর মধ্যে সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) বেড়েছে কন্ট্যাক্টলেস পেমেন্ট বা স্পর্শবিহীন অর্থ লেনদেনের পরিমাণ। নতুন এক গবেষণা বলছে, ৮৪ শতাংশ গ্রাহক এখন লেনদেনের জন্য পদ্ধতি বেছে নেন। খবর অ্যারাবিয়ান বিজনেস।

দুবাইয়ের বৃহত্তম ডিজিটাল ব্যাংকিংয়ে শীর্ষস্থানীয় ব্যাংক এমিরেটস এনবিডি জানিয়েছে, ২০২০ সালে তাদের যোগাযোগবিহীন অর্থ লেনদেন ৫৯ শতাংশ বেড়েছে। এর মধ্যে রয়েছে যোগাযোগবিহীন কার্ড মোবাইল ওয়ালেটভিত্তিক লেনদেন ব্যবস্থা।

মোবাইল ওয়ালেটভিত্তিক লেনদেন ব্যবস্থার মধ্যে রয়েছে অ্যাপল পে, স্যামসাং পে গুগল পে। ২০২০ সালে ওয়ালেটগুলো ব্যবহার করে লেনদেনের পরিমাণ প্রায় দ্বিগুণ হয়েছে।

এমিরেটস এনবিডির গ্রাহকরাও তাদের ব্যক্তিগত ডিভাইস যেমন জার্মিন, ফিটবিট স্মার্টওয়াচ হেলথ ট্র্যাকার ব্যবহার করে অর্থ লেনদেনের পরিমাণ বাড়িয়েছেন।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন