ট্রেনের জানালা যেন তথ্য ও বিনোদনের ভাণ্ডার

ছবি : কোরিয়া হেরাল্ড

যেকোনো পরিবহনে জানালার আলাদা গুরুত্ব রয়েছে। বিশেষ করে ট্রেনযাত্রীদের ক্ষেত্রে এর চাহিদা বেশি। তবে ট্রেনের জানালা যে সবসময় বাইরের দৃশ্য দেখাবে এমন নয়। প্রযুক্তির সঙ্গে বদলে গেছে এর ব্যবহারও। বেশ আগে থেকেই দক্ষিণ কোরিয়ার উচ্চ গতির ট্রেনে বিশেষায়িত ডিসপ্লে হিসেবে প্রতিস্থাপিত হচ্ছে জানালা। তবে সময়ের সঙ্গে এটি আরো বেশি জনবান্ধব হয়ে উঠছে। সম্প্রতি দেশটির গ্রেট ট্রেন এক্সপ্রেসের সর্বশেষ সংস্করণে যুক্ত হয়েছে ট্রান্সপারেন্ট অর্গানিক লাইট-ওমিটিং ডিসপ্লে বা ওএলইডি। বিশেষায়িত এ ডিসপ্লেগুলো সরবরাহ করেছে প্রযুক্তিপণ্য জায়ান্ট এলজি। বৃহত্তর সিউল এলাকায় এ ট্রেনগুলো চলাচল করছে। প্রথমবারের মতো ব্যবহৃত এই ডিসপ্লেতে যাত্রীদের সুবিধার্থে রুট ম্যাপ ও বিনোদনমূলক কনটেন্ট প্রদর্শিত হচ্ছে। কোম্পানিটি জানিয়েছে, ভবিষ্যতে অন্যান্য শিল্পেও এ ধরনের ডিসপ্লে ব্যবহারের পরিকল্পনা রয়েছে। খবর ও ছবি কোরিয়া হেরাল্ড

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন