ভারতের কার্যক্রম সম্প্রসারণ করবে ফ্লিপকার্ট

বণিক বার্তা ডেস্ক

ভারতের মুদিপণ্যের বিক্রি আরো বিস্তৃত করছে -কমার্স সাইট ফ্লিপকার্ট। ফলে আগের চেয়ে বেশি শহরে মিলবে কোম্পানিটির সেবা। অ্যামাজন রিলায়েন্সের সঙ্গে পাল্লা দিতে কার্যক্রম সম্প্রসারণের সিদ্ধান্ত নিয়েছে ওয়ালমার্টের মালিকানাধীন ফ্লিপকার্ট। খবর রয়টার্স।

গতকাল এক বিবৃতিতে ফ্লিপকার্ট জানায়, তারা এরই মধ্যে ৫০টির বেশি শহরে অনলাইনে মুদিপণ্য বিক্রি করছে। আগামী ছয় মাসে তা ৭০টির বেশি স্থানে বিস্তৃতির পরিকল্পনা রয়েছে তাদের।

ফ্লিপকার্ট জানিয়েছে, গত বছর তাদের ব্যবসা ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। ভারতীয় ভোক্তারা স্বাস্থ্যসচেতনতার অংশ হিসেবে অনলাইন থেকে পণ্য ক্রয়ের প্রতি আগ্রহী হয়ে উঠেছে।

ফ্লিপকার্টের জ্যেষ্ঠ সহসভাপতি মানিশ কুমার বলেন, অনলাইনে ক্রয়ের ক্ষেত্রে মুদিপণ্য সবচেয়ে দ্রুত বৃদ্ধি পাওয়া বিভাগগুলোর একটি। ২০২০ সালে ছোট শহরেও এর চাহিদা ব্যাপক বৃদ্ধি পেয়েছে।

ফ্লিপকার্টের সেবা সম্প্রসারণের অংশ হিসেবে বর্তমানে কলকাতা, পুনে, আহমেদাবাদসহ বিভিন্ন শহরে তাদের কার্যক্রম শুরু করেছে। ফ্লিপকার্ট জানিয়েছে, অনলাইন কেনাকাটার ক্ষেত্রে বর্তমানে গ্রাহকদের চাহিদার তালিকায় মুদিপণ্য অন্যতম হয়ে উঠছে। এদিকে মনোযোগ বৃদ্ধির ফলে আরো বেশি পরিমাণ গ্রাহক সংগ্রহের চেষ্টা করছে কোম্পানিটি।

গত বছরে ভারতের -গ্রোসারি মার্কেটের সবচেয়ে বড় বিক্রেতা হয়ে উঠেছিল রিলায়েন্সের মালিকানাধীন জিওমার্ট। এছাড়া অ্যামাজন, বিগবাস্কেটের মতো -কমার্স কোম্পানিগুলোরও ভালো পরিমাণ বিক্রি ছিল। এমন পরিস্থিতিতে চীনা -কমার্স জায়ান্ট আলিবাবা নিয়ন্ত্রিত প্রতিষ্ঠান বিগবাস্কেটের উল্লেখযোগ্য শেয়ারের মালিকানা গ্রহণ করেছে টাটা গ্রুপ।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন