ভারতীয় এক ব্যাংকের লাইসেন্স বাতিল আরবিআইয়ের

বণিক বার্তা ডেস্ক

মহারাষ্ট্রভিত্তিক বসন্তদাদা নগরী সহকারী ব্যাংকের লাইসেন্স  বাতিল করল রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া (আরবিআই) প্রয়োজনীয় রেগুলেটরি শর্তাধি পূরণে ব্যর্থ হওয়ায় গত সোমবার ব্যাংকটির লাইসেন্স বাতিল করল ভারতের কেন্দ্রীয় ব্যাংক। একই সঙ্গে ব্যাংকটির ৯৯ শতাংশ সঞ্চয়কারীকে তার অর্থ ফেরত প্রদানের প্রক্রিয়া শুরু করেছে তারা। খবর বিজনেস টুডে।

মহারাষ্ট্রের কমিশনার ফর কো-অপারেটিভ অ্যান্ড রেজিস্টার কো-অপারেটিভ সোসাইটিসকে (আরসিএস) অনুরোধ জানানো হয়েছে এই ব্যাংকটিকে গুটিয়ে ফেলার পাশাপাশি একজন লিকুইডেটর নিয়োগ করার। আরবিআইয়ের অভিযোগ, ব্যাংকটি প্রয়োজনীয় বিধিমালা অনুসরণের মতো সক্ষমতার জায়গায় ছিল না। এটাকে কাজ চালিয়ে যেতে বলা হলে তা আমানতকারীর স্বার্থের পরিপন্থী হতো। ব্যাংকটির বর্তমান আর্থিক অবস্থা যা, তা দিয়ে পুরো আমানত ফেরত দিতে সক্ষম হবে না। ব্যাংকটিকে এরপর কাজ চালিয়ে যেতে বলা হলে তা আমানতকারীদের স্বার্থের পরিপন্থী হিসেবে কাজ করতে হতো। ফলে জনস্বার্থে এটা বন্ধ করা জরুরি হয়ে পড়েছিল।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন