কভিড-১৯ মহামারীর প্রভাব

বিশ্বের ব্যয়বহুল শহরের তালিকায় ব্যাপক রদবদল

বণিক বার্তা ডেস্ক

নভেল করোনাভাইরাস মহামারীর কারণে বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল শহরের তালিকায় অনেক রদবদল হয়েছে। জীবনযাপনের ব্যয় নিয়ে সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে, ব্যয়বহুল শহরের তালিকায় যৌথভাবে শীর্ষে রয়েছে হংকং, জুরিখ প্যারিস। গত বছর সিঙ্গাপুর এবং ওসাকা হংকংয়ের সঙ্গে শীর্ষে থাকলেও র্যাংকিংয়ে তাদের পতন হয়েছে। দি ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের (ইআইইউ) বার্ষিক জরিপে বলা হয়, কভিড-১৯ মহামারীর কারণে বিদেশী কর্মীরা চলে যাওয়ায় সিঙ্গাপুরের জীবনযাপনের ব্যয় কমেছে। ওয়াশিংটন বেইজিংয়ের মধ্যে বাণিজ্যযুদ্ধের কারণে চীনের বেশির ভাগ শহরে জীবনযাপনের ব্যয় বেড়েছে। খবর বিবিসি সিএনএন বিজনেস।


দি ইকোনমিস্টের সাবসিডিয়ারি প্রতিষ্ঠান ইআইইউ ১৩৩টি শহরের রেটিং করেছে। এক্ষেত্রে তারা ১৩৮টি প্রাত্যহিক জিনিসের দামের তুলনা করেছে। নভেল করোনাভাইরাস মহামারীর কারণে বিশ্বব্যাপীই নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামে ওঠানামা করেছে। এছাড়া মুদ্রার দরপতনও এখানে ভূমিকা রেখেছে। ডলারের দরপতনের অর্থ দাঁড়াচ্ছে আফ্রিকা, মধ্য আমেরিকা পূর্ব ইউরোপের শহরগুলো কিছুটা কম ব্যয়বহুল হয়ে পড়েছে। অন্যদিকে ডলারের বিপরীতে ইউরোর মূল্যবৃদ্ধিতে পশ্চিম ইউরোপের শহরগুলোয় জীবনযাপনের ব্যয় বেড়েছে। সুইস ফ্রাঁর মূল্যও অনেক বেড়েছে। শীর্ষ ১০ ব্যয়বহুল শহরের তালিকায় চারটিই পশ্চিম ইউরোপের। জুরিখ প্যারিস যৌথভাবেই শীর্ষে অবস্থান করছে। জেনেভা কোপেনহেগেন রয়েছে যথাক্রমে সপ্তম নবম স্থানে।


গত মার্চে বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল শহরের তালিকায় যেখানে হংকং, ওসাকা সিঙ্গাপুরের মতো এশিয়ার শহরগুলো শীর্ষে ছিল, এবার সেখানে ইউরোপীয় শহরগুলো সামনে চলে এসেছে। সিঙ্গাপুর এবং ওসাকার অবস্থান নেমে গিয়ে যথাক্রমে চতুর্থ পঞ্চম স্থানে দাঁড়িয়েছে। ইআইইউর বরাতে জানা গেছে, গত ১৭ বছরের মধ্যে প্রথমবারের মতো সিঙ্গাপুরের জনসংখ্যা কমেছে। অন্যান্য বিখ্যাত শহরের মধ্যে সিডনি, লন্ডন, মস্কো দিল্লির অবস্থান যথাক্রমে ১৫, ২০, ১০৬ ১২১। ব্যাংককের অবস্থান ২০ ধাপ নেমে ৪৬তমে দাঁড়িয়েছে। তালিকায় সবচেয়ে বড় উল্লম্ফন হয়েছে তেহরানের। একসময় বিশ্বের সাশ্রয়ী শহরের তালিকায় নিয়মিত জায়গা করে নিলেও এবার ব্যয়বহুল শহরের তালিকায় ২৭ ধাপ এগিয়ে ৭৯তমে দাঁড়িয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিষেধাজ্ঞার ফলে তেহরানে বিভিন্ন পণ্যের মূল্যবৃদ্ধিতে জীবনযাপনের ব্যয় বেড়েছে।



জীবনযাপন ব্যয়ে সবচেয়ে সাশ্রয়ী শহরের তালিকায় শীর্ষে রয়েছে সিরিয়ার দামেস্ক। তার পরই রয়েছে উজবেকিস্তানের তাসখন্দ, জাম্বিয়ার লুসাকা, ভেনিজুয়েলার কারাকাস এবং কাজাখস্তানের আলমাটি। সাশ্রয়ী ১০ শহরের তালিকায় অন্য যে শহরগুলো রয়েছে, সেগুলো হচ্ছে করাচি (পাকিস্তান), বুয়েন্স আয়ার্স (আর্জেন্টিনা), আলজিয়ার্স (আলজেরিয়া), বেঙ্গালুরু চেন্নাই (ভারত)



মহামারীতে বিশ্বব্যাপী বিভিন্ন পণ্যের দামে ওঠানামা করেছে। কম্পিউটারসহ বিভিন্ন ইলেকট্রনিকস পণ্য, অ্যালকোহল, সিগারেট তামাকজাত পণ্যের দাম বেড়েছে। সবচেয়ে দাম কমেছে পোশাকের। প্রধান খাদ্যশস্যের দামে বড় আকারের ওঠানামা করেনি।



বসবাসের জন্য সবচেয়ে ব্যয়বহুল ১০ শহর: ২০২০

প্যারিস (ফ্রান্স), হংকং, জুরিখ (সুইজারল্যান্ড), সিঙ্গাপুর, ওসাকা (জাপান), তেল আবিব (ইসরায়েল), জেনেভা (সুইজারল্যান্ড), নিউইয়র্ক সিটি (যুক্তরাষ্ট্র), কোপেনহেগেন (ডেনমার্ক), লস অ্যাঞ্জেলেস (যুক্তরাষ্ট্র)

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন