মহামারীর ধাক্কায় ব্রাজিলের বেকারত্ব হার রেকর্ড সর্বোচ্চে

বণিক বার্তা ডেস্ক

গত জুন-আগস্ট প্রান্তিকে ব্রাজিলের বেকারত্ব হার রেকর্ড ১৪ দশমিক শতাংশে দাঁড়িয়েছে। নভেল করোনাভাইরাস মহামারী যে লাতিন আমেরিকার বৃহত্তম অর্থনীতিতে বিপর্যয় নিয়ে এসেছে, শুক্রবার প্রকাশিত উপাত্তে তথ্য উঠে এসেছে। খবর এএফপি।

২০১২ সালে ত্রৈমাসিক উপাত্ত রাখা শুরুর পর থেকে গত প্রান্তিকের বেকারত্ব হার ব্রাজিলের রেকর্ড সর্বোচ্চ। ব্রাজিলের পরিসংখ্যান ইনস্টিটিউট জানায়, গত মে-জুলাই প্রান্তিকেও বেকারত্ব হার ছিল ১৩ দশমিক শতাংশ, যা ছিল আরেকটি রেকর্ড।

সংস্থাটি আরো জানায়, জুন-আগস্ট প্রান্তিকে প্রায় ৬০ লাখ মানুষ কোনো চাকরি অনুসন্ধানের চেষ্টা প্রায় ছেড়েই দেয়। মহামারীতে ব্রাজিলে প্রায় লাখ ৫৮ হাজার মানুষ মারা গেছে। বিশ্বব্যাপী মৃত্যুর সংখ্যার দিক থেকে তা যুক্তরাষ্ট্রের পর পরই রয়েছে।

স্বাস্থ্য সংকটের জেরে ব্রাজিলে রাজনৈতিক সংকটও তীব্রতর হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মিত্র হিসেবে পরিচিত ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বোলসোনারোর নীতির বিপক্ষে গিয়ে কড়া লকডাউন আরোপ করেছে অনেক রাজ্যের গভর্নর।  ট্রাম্পের মতো বোলসোনারোও শুরুতে পাত্তা দেননি কভিড-১৯-কে এবং তিনি অর্থনীতি সচল রাখার পক্ষে অবস্থান নিয়েছিলেন।

সরকারি উপাত্তে দেখা গেছে, গত জুন-আগস্ট প্রান্তিকে ব্রাজিলে ৪৩ লাখ মানুষ চাকরি হারিয়েছে। এতে দেশটির মোট কর্মহীনের সংখ্যা দাঁড়িয়েছে কোটি ৩৮ লাখ। গত প্রান্তিকে চাকরি হারানোদের সংখ্যা অবশ্য আগের প্রান্তিকের চেয়ে কম। মে প্রান্তিকে ৭৩ লাখ ব্রাজিলিয়ান চাকরি হারিয়েছিল। এতে অর্থনৈতিক পুনরুদ্ধার নিয়ে কিছুটা আশাবাদের জায়গা দেখছেন বিশ্লেষকরা।

ব্রাজিলের পরিসংখ্যান ইনস্টিটিউটের বিশ্লেষক আদ্রিয়ানা বেরিঙ্গি বলেন, শ্রমবাজারে আমরা বেশ সক্রিয়তা দেখছি।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন