সেলিম রেজার ‘দ্য স্ক্যায়ার্স’ ও ‘সংযাত্রী’

বণিক বার্তা ডেস্ক

দীর্ঘদিন ধরে সেলিম রেজা শর্টফিল্ম নির্মাণ করেন এবং বিভিন্ন ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যালে অংশ নেন। ২০১৯ সালে উপলব্ধি নামে শর্টফিল্ম অস্ট্রিয়ান ইনডিপেনডেন্ট ফিল্ম ফেস্টিভ্যালে অফিসিয়াল সিলেকশন হয়েছিল। শর্টফিল্মটি এ বছর আওরঙ্গবাদ মহারাষ্ট্রে রোশানী ফিল্ম ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যালেও নির্বাচিত হয়।

এ বছর তার ‘দ্য স্ক্যায়ার্স’ সাউথ এশিয়ান শর্টফিল্ম ফ্যাস্টিভ্যালে অফিসিয়াল সিলেকশনের পর চূড়ান্ত পর্যায়ে আছে। ছবিটি এরই মধ্যে উই ফিল ক্রিয়েশনস শর্টফিল্ম ফেস্টিভ্যালে (ভারত) পুরস্কার পেয়েছে। সেলিম রেজার আরো একটি শর্টফিল্ম ‘সংযাত্রী’ উই ফিল ক্রিয়েশনস শর্টফিল্ম ফেস্টিভ্যালে পুরস্কার পেয়েছে।

এ প্রসঙ্গে সেলিম রেজা বলেন, ফিল্ম হচ্ছে সমাজ এবং মানুষকে পরিবর্তন করতে পারে। আর তারই ধারাবাহিকতায় আমার নির্মিত শর্টফিল্মগুলো সমাজ পরিবর্তনের হাতিয়ার হিসেবে দ্যা স্ক্যায়ার্স ও সংযাত্রী সোস্যাল মেসেজ বেস্ট অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছে। আগামী ডিসেম্বরে অ্যাওয়ার্ড অনুষ্ঠানে আয়োজন করা হবে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন