বাংলাদেশ-ভারতের টেক্সটাইল ও পোশাক খাত

সমন্বয় বিকাশে সিআইআইকে সহায়তা করবে এফবিসিসিআই

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ এবং ভারতের টেক্সটাইল পোশাক খাতের সমন্বয় বিকাশে কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিকে (সিআইআই) সহায়তা করবে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বারস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (এফবিসিসিআই) গত বুধবার এফবিসিসিআই সিআইআই আয়োজিত ইন্ডিয়া-বাংলাদেশ ভার্চুয়াল কনফারেন্স অন টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেল সেক্টর শীর্ষক অনলাইন সম্মেলন থেকে এমনটি জানানো হয়।

সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে বক্তব্য রাখেন বস্ত্র পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক), বাংলাদেশ গার্মেন্ট ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিজিএমইএ) সভাপতি রুবানা হক, ভারত সরকারের টেক্সটাইলমন্ত্রী স্মৃতি জুবিন ইরানি, ভারত সরকারের টেক্সটাইল মন্ত্রণালয়ের সেক্রেটারি রবি কাপুর, কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রির মহাপরিচালক চন্দ্রজিৎ ব্যানার্জি, সিআইআইয়ের টেক্সটাইল অ্যাপারেল বিষয়ক জাতীয় কমিটির চেয়ারম্যান দিলীপ গৌর এবং সিআইআইয়ের টেক্সটাইল, এফবিসিসিআইয়ের সহসভাপতি মো. সিদ্দিকুর রহমান।

সম্মেলনে আরো বক্তব্য রাখেন এফবিসিসিআইয়ের পরিচালক মো. মুনির হোসেন, মোহাম্মদ আলী খোকন, সালাহউদ্দিন আলমগীর, বাংলাদেশ কটন অ্যাসোসিশেনের সভাপতি সুলতান রিয়াজ চৌধুরী, বিজিএমইএর সহসভাপতি মো. মশিউল আজম (সজল)

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন