মার্কিন শ্রমবাজার

স্থায়ীভাবে চাকরি হারাবেন সাময়িক লে-অফ হওয়া এক-চতুর্থাংশ কর্মী

বণিক বার্তা ডেস্ক

সাময়িকভাবে লে-অফ কিংবা বরখাস্তকৃত কর্মীদের পুনরায় নিয়োগ প্রদান আগামী মাসগুলোয় যুক্তরাষ্ট্রের শ্রমবাজারকে ঘুরে দাঁড়াতে সহায়তা করবে বলে মনে করা হলেও একটু ভিন্ন কথা বলছে গোল্ডম্যান স্যাকস। মার্কিন বহুজাতিক বিনিয়োগ ব্যাংকটি বলছে, মহামারী নভেল করোনাভাইরাসের কারণে দেশটিতে যেসব কর্মীকে সাময়িক লেঅফের শিকার হতে হয়েছে, তাদের অন্তত এক-চতুর্থাংশকে স্থায়ীভাবে বরখাস্ত হতে হবে। খবর ব্লুমবার্গ।

মহামারী শুরুর প্রথম কয়েক মাসেই চাকরিদাতারা তাদের বেতনভুক্ত কর্মচারীর তালিকা থেকে কোটি ২০ লাখের বেশি কর্মীকে ছাঁটাই করে। তবে এদের অধিকাংশই সাময়িক বরখাস্ত কিংবা লে-অফ হওয়ায় পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পরিপ্রেক্ষিতে ফের কাজে যোগদানের ক্ষেত্রে সামান্য হলেও আশার আলো অবশিষ্ট ছিল।

এপ্রিলে যুক্তরাষ্ট্রে সাময়িক বেকারত্বের শিকার হয়েছেন এমন কর্মীর সংখ্যা কোটি ৮০ লাখ ছাড়িয়ে যায়। এরপর দেশটির বিভিন্ন অঙ্গরাজ্যে অর্থনৈতিক কার্যক্রম শুরু হলে সাময়িক লে-অফ হওয়া বহু কর্মীকে ফের কাজে যোগদানের জন্য ডাকা হয়। আর পদক্ষেপ মে, জুন জুলাইয়ে মার্কিন শ্রমবাজারকে ঘুরে দাঁড়াতে সহায়তা করে। কিন্তু দেশটিতে এখনো সাময়িক বরখাস্ত অবস্থায় রয়েছে ৯২ লাখের মতো কর্মী।

পরিস্থিতিতে গোল্ডম্যান স্যাকসের অর্থনীতিবিদ জোসেপ ব্রিগস এক নোটে লেখেন, মনে হচ্ছে চলতি বছরের শেষের দিকে শ্রমবাজারে বেশ বড় ধরনের উন্নতি হবে। তবে অন্য কিছু ক্ষেত্রে দেখা গেছে যে সাময়িকভাবে লে-অফ হওয়া কর্মীদের পুনরায় কাজে ডাকার সম্ভাবনা জুলাই থেকে হ্রাস পেতে থাকে। ফলে গোল্ডম্যান স্যাকস বর্তমানে ধারণা করছে, সাময়িক বরখাস্তকৃত এক-চতুর্থাংশ কর্মী আর কাজে ফিরতে পারবেন না। এদের মধ্যে প্রায় ২০ লাখের মতো ব্যক্তিকে বেকার থাকতে হবে ২০২১ সালেও।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন