বাফেটের চেয়েও বেশি সম্পদশালী ইলোন মাস্ক

বণিক বার্তা ডেস্ক

সম্পদমূল্যে ওয়ারেন বাফেটকে ছাড়িয়ে গেলেন ইলোন মাস্ক। শুক্রবার একদিনেই টেসলা ইনকরপোরেশনের প্রধান নির্বাহীর (সিইও) সম্পদমূল্য বেড়েছে ৬১০ কোটি ডলার। এদিন গাড়ি নির্মাণকারী কোম্পানিটির শেয়ারদর বাড়ে ১১ শতাংশ। ব্লুমবার্গ বিলিয়নেয়ার ইনডেক্স অনুযায়ী, মাস্ক এখন বিশ্বের সপ্তম ধনী ব্যক্তি। আর তালিকায় বিনিয়োগগুরু বাফেটের অবস্থান দশম। খবর ব্লুমবার্গ।

৪৯ বছর বয়সী ইলোন মাস্ক টেসলার প্রায় এক-পঞ্চমাংশ শেয়ারের মালিক। তার হাজার ৫০ কোটি ডলারের সম্পদের বেশির ভাগই শেয়ারের অবদান। এছাড়া স্পেসএক্সের মালিকানার সূত্রে প্রায় দেড় হাজার কোটি ডলারের সম্পদের মালিক তিনি।

চলতি বছর এখন পর্যন্ত ইলেকট্রিক গাড়ি নির্মাতা টেসলার শেয়ারদর বেড়েছে ২৬৯ শতাংশ। শেয়ারের ঊর্ধ্বগতি মাস্ককে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বেশি বেতনভোগী সিইও হতে সহায়তা করেছে।

প্রযুক্তি খাতের একের পর এক উদ্যোক্তা সম্পদমূল্যে ওয়ারেন বাফেটকে ছাড়িয়ে যাচ্ছেন। ইলোন মাস্ক তাদের সর্বশেষ সংযোজন। ব্লুমবার্গ বিলিয়নেয়ার ইনডেক্সের শীর্ষ ১০ বিত্তবানের সাতজনই প্রযুক্তি খাতের। ১৮ হাজার ৯০০ কোটি ডলার নিয়ে সবার ওপরে রয়েছেন আমাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস। ১১ হাজার ৬০০ কোটি ডলার নিয়ে দ্বিতীয় অবস্থানে মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটস। তৃতীয় অবস্থানে থাকা ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গের সম্পদমূল্য হাজার ৩০০ কোটি ডলার। ওরাকল অব ওমাহা বাফেটের আগে রয়েছেন মাইক্রোসফটের সাবেক সিইও স্টিভ বলমার এবং গুগলের দুই সহপ্রতিষ্ঠাতা ল্যারি পেজ সের্গেই ব্রিনও।

ওয়ারেন বাফেটের নিট সম্পদমূল্য দাঁড়িয়েছে হাজার ৯২০ কোটি ডলার। ব্লুমবার্গের সর্বশেষ তালিকায় বাফেটকে ছাড়িয়ে গেছেন ভারতীয় ধনকুবের মুকেশ আম্বানি। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যানের অধীনে থাকা সম্পদের মূল্য হাজার ২০ কোটি ডলার।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন