শুটিং সেটে কেন চেয়ার রাখেন না ক্রিস্টোফার নোলান

ফিচার ডেস্ক

ইন্টারস্টেলার দ্য ডার্ক নাইট রাইজেস ছবিতে ক্রিস্টোফার নোলানের পরিচালনায় কাজ করেছেন অভিনেত্রী অ্যানা হ্যাথওয়ে

অ্যানা জানিয়েছেন, শুটিং সেটে ক্রিস্টোফার নোলান কোনো চেয়ার রাখতে দেন না সম্প্রতি অ্যানা লা মিজারেবলে তার সহ-অভিনেতা হিউ জ্যাকম্যানের সঙ্গে আলাপচারিতায় প্রসঙ্গে কথা বলেছেন ভ্যারাইটির অ্যাক্টরস অন অ্যাক্টর অনুষ্ঠানে আলোচনা হয় আয়োজনেই ক্রিস্টোফার নোলানকে নিয়ে কথা প্রসঙ্গে অ্যানা জানান চেয়ার না থাকার রহস্য

অ্যাক্টরস অন অ্যাক্টর অনুষ্ঠানে হিউ জ্যাকম্যান বলেন, পরিচালক ড্যারেন আরোনোফস্কি ডেনিস ভিলেনিউ তাদের সেটে মোবাইল ফোন রাখার অনুমতি দেন না দুই পরিচালকের সঙ্গেই কাজের অভিজ্ঞতা আছে হিউ জ্যাকম্যানের

অ্যানা হ্যাথওয়ে তখন জানান যে পরিচালক ক্রিস্টোফার নোলানও তার সেটে মোবাইল ফোন রাখতে দেন না হিউ জ্যাকম্যানও একসময় নোলানের সঙ্গে কাজ করেছেন ২০০৬ সালে থ্রিলার দ্য প্রেস্টিজ সিনেমায় নোলানের সঙ্গে কাজ করেছেন হিউ জ্যাকম্যান

৩৭ বছর বয়সী অ্যানা আরো জানান, ক্রিস্টোফার নোলার তার সেটে কোনো চেয়ারও রাখতে দেন না অ্যানা বলেন, নোলানের বিশ্বাস মানুষ যদি চেয়ারে বসে থাকে তাহলে সে কাজ করছে না ক্রিস সেটে চেয়ার রাখতে দেন না তার সঙ্গে আমি দুবার কাজ করেছি তিনি কোনোভাবেই চেয়ারের অনুমোদন দেন না এর পেছনে তার কারণ হচ্ছে চেয়ার থাকলে সেখানে কেউ না কেউ বসে পড়বে আর যারা বসে থাকে তার কাজ করে না

অ্যানা হ্যাথওয়ের মতে সেটে চেয়ার নিষিদ্ধ করে এবং অসাধারণ সব সিনেমা উপহার দিয়ে ক্রিস্টোফার নোলান প্রমাণ করেছেন তিনি কতটা দক্ষ নির্মাতা সৃষ্টিশীল ক্রিস সবসময় নির্দিষ্ট বাজেট সময়সূচির মধ্যে কাজ শেষ করে আমার মনে হয় চেয়ার না রাখার বিষয়টা এক্ষেত্রে সহায়ক হয়

অ্যানা আরো বলেছেন, ক্রিস্টোফার নোলান তার জীবনে একটি প্রেরণাদায়ী চরিত্র

ইনসেপশন, দ্য ডার্ক নাইট, ডানকার্কের মতো অনেক বিখ্যাত ছবির পরিচালক ক্রিস্টোফার নোলানের নতুন ছবি টেনেট করোনার কারণে টেনেটের মুক্তি বেশ কয়েকবার পিছিয়ে গেছে

 

সূত্র: পিংকভিলা

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন