করোনা সচেতনতায় ‘প্রকৃতির অভিমান’

ফিচার প্রতিবেদক

নভেল করোনাভাইরাস প্রতিরোধে মুহূর্তে সামাজিক দূরত্ব বজায় রেখে চলার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে বিশ্বব্যাপী। বাংলাদেশও এর বাইরে নয়। অনেকে ঘরে বসেই নিরাপদে আছেন। কারণ নভেল করোনাভাইরাস প্রতিরোধে ঘরে বসে সময় পার করাটাই সবচেয়ে জরুরি বলে দাবি করা হচ্ছে। যে কারণে বিশ্বের কোটি কোটি মানুষ এখন নিজ গৃহেই বন্দি। জীবন হোক মানবতার, পৃথিবী হোক সহনশীলতার’— স্লোগানকে সামনে রেখে অধরা জাহানের কথায় ফরিদ আহমেদের সুর সংগীতে নভেল করোনাভাইরাস সম্পর্কে আরো সচেতনতা গড়ে তুলতে প্রকৃতির অভিমান শিরোনামে গানটিতে কণ্ঠ দিয়েছেন রুমানা ইসলাম, নওরীন, চম্পা বনিক, প্রতীক হাসান, সাব্বির জামান মুহিন খান। এরই মধ্যে গানটির রেকর্ডিং শেষে মিউজিক ভিডিও নির্মিত হয়েছে। নির্দেশনা দিয়েছেন ফরিদ আহমেদ অধরা জাহান। গানটির মাঝখানে অধরা জাহানেরই লেখা কবিতা আবৃত্তি করেছেন কথাসাহিত্যিক সেলিনা হোসেন অধরা জাহান। এপ্রিল গানটি ইউটিউবে প্রকাশিত হয়েছে। গানটি প্রসঙ্গে ফরিদ আহমেদ বলেন, প্রত্যেক শিল্পীই যথেষ্ট আন্তরিকতা নিয়ে গানটিতে কণ্ঠ দিয়েছেন। শ্রদ্ধেয় সেলিনা হোসেন আপা গানের ফাঁকে ফাঁকে আবৃত্তি করার কারণে গানটি যেন আরো বেশি অর্থবহ হয়ে উঠেছে। গানের গীতিকার অধরা জাহান বলেন, গানটি সারা পৃথিবীর মানুষের প্রতি ভালোবাসা থেকে করা। অনেক অনেক ধন্যবাদ কৃতজ্ঞতা ফরিদ ভাইসহ সব শিল্পীকে। কারণ তারা পরিস্থিতিতেও সময় দিয়েছেন। গান স্বপ্নটা জাগিয়ে রেখে আগামীর নতুন ভোরের কথা বলে, বলে সাম্যের কথা।

 

 

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন