৫০০ চিকিৎসক-স্বাস্থ্যকর্মীকে পিপিই দিল ওয়ালটন

বণিক বার্তা প্রতিনিধি, টাঙ্গাইল

করোনাভাইরাস প্রাদুর্ভাবের মধ্যে ব্যক্তিগত সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে চিকিৎসকদের পার্সোনাল প্রোটেকশন ইকুইপমেন্ট (পিপিই) দিচ্ছে ওয়ালটন। 

এরই অংশ হিসেবে আজ (৫ এপ্রিল) রোববার টাঙ্গাইলে ৪৯৯ জন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর জন্য পিপিই দেয়া হয়েছে। এর মধ্যে সকালে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে কর্মরত তিনশ চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর জন্য পিপিই দেয়া হয়।

হাসপাতালের পরিচালক (ডিডি) ড. সদুর উদ্দিন ও এমও ড. মনিরা পারভীনের হাতে ওয়ালটনের পক্ষ থেকে এসব সুরক্ষা সরঞ্জাম তুলে দেন টাঙ্গাইল -৫ (সদর) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. ছানোয়ার হোসেন।

এসময় আরো উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শাহজাহান আনসারী, ওয়ালটন গ্রুপের উপ-পরিচালক অনুপ কুমার সাহা প্রমুখ।

টাঙ্গাইল জেনারেল হাসপাতাল ছাড়াও জেলার আরো ৮টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ১৭টি ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকদের কর্মস্থলে উপস্থিত হয়ে আরো ১৯৯টি পিপিই দেন ওয়ালটনের কর্মকর্তারা।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন