আফগানিস্তানের বিশ্বকাপ দলে চার ব্যাটার, ছয় অলরাউন্ডার

ক্রীড়া ডেস্ক

আইপিএলে আফগান চার তারকা—নূর আহমাদ, রশিদ খান, নবীন-উল-হক ও আজমতুল্লাহ ওমরজাই। ছবি: পিটিআই

বিশ্বখ্যাত লেগস্পিনার রশিদ খানের নেতৃত্বে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাচ্ছে আফগানিস্তান। আজ বুধবার দল ঘোষণার শেষদিন ১৫ খেলোয়াড়ের নাম ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড। এই দলে আছেন মোহাম্মদ নবি, ইব্রাহিম জাদরান, সাবেক অধিনায়ক গুলবাদিন নায়েবের মতো অভিজ্ঞ নাম। তেমনি টি-টোয়েন্টি লিগের পরিচিত নাম আজমতুল্লাহ ওমরজাই, মুজিব উর রহমান, নূর আহমাদ, রহমানুল্লাহ গুরবাজও স্কোয়াডে রয়েছেন। তবে মারমুখী ব্যাটার হযরতুল্লাহ জাজাই বিশ্বকাপের স্কোয়াডে জায়গা পাননি।

 

আফগান দলে স্পেশালিস্ট ব্যাটার আছেন মাত্র চারজন। যদিও ছয়জন অলারাউন্ডার এই ঘাটতি পূরণ করবেন। রশিদ ছাড়া বাকি অলরাউন্ডার হলেন— আজমতুল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবী, করিম জানাত, গুলবাদিন নায়েব ও নানগিয়াল খারোতি।

 

বিশ্বকাপের ‘সি’ গ্রুপে আফগানিস্তান খেলবে নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, উগান্ডা ও পাপুয়া নিউগিনির সঙ্গে। ৩ জুন তাদের প্রথম প্রতিপক্ষ উগান্ডা।

 

আফগানিস্তান স্কোয়াড:

রহমানুল্লাহ গুরবাজ (উইকেটকিপার), ইব্রাহিম জাদরান, আজমতুল্লাহ ওমরজাই, নাজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ ইসহাক, মোহাম্মদ নবি, গুলবাদিন নায়েব, করিম জানাত, রশিদ খান (অধিনায়ক), নানগিয়াল খারোতি, মুজিব উর রহমান, নূর আহমাদ, নবীন-উল-হক, ফজলহক ফারুকি, ফরিদ আহমাদ মালিক। রিজার্ভ: সাদিক আতাল, হযরতুল্লাহ জাজাই, সেলিম সাফি।

 

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন