৫০০ চিকিৎসক-স্বাস্থ্যকর্মীকে পিপিই দিল ওয়ালটন

প্রকাশ: এপ্রিল ০৫, ২০২০

বণিক বার্তা প্রতিনিধি, টাঙ্গাইল

করোনাভাইরাস প্রাদুর্ভাবের মধ্যে ব্যক্তিগত সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে চিকিৎসকদের পার্সোনাল প্রোটেকশন ইকুইপমেন্ট (পিপিই) দিচ্ছে ওয়ালটন। 

এরই অংশ হিসেবে আজ (৫ এপ্রিল) রোববার টাঙ্গাইলে ৪৯৯ জন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর জন্য পিপিই দেয়া হয়েছে। এর মধ্যে সকালে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে কর্মরত তিনশ চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর জন্য পিপিই দেয়া হয়।

হাসপাতালের পরিচালক (ডিডি) ড. সদুর উদ্দিন ও এমও ড. মনিরা পারভীনের হাতে ওয়ালটনের পক্ষ থেকে এসব সুরক্ষা সরঞ্জাম তুলে দেন টাঙ্গাইল -৫ (সদর) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. ছানোয়ার হোসেন।

এসময় আরো উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শাহজাহান আনসারী, ওয়ালটন গ্রুপের উপ-পরিচালক অনুপ কুমার সাহা প্রমুখ।

টাঙ্গাইল জেনারেল হাসপাতাল ছাড়াও জেলার আরো ৮টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ১৭টি ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকদের কর্মস্থলে উপস্থিত হয়ে আরো ১৯৯টি পিপিই দেন ওয়ালটনের কর্মকর্তারা।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫