অস্ট্রেলিয়ার বিশ্বকাপগামী দলে জায়গা হলো না স্মিথের

ক্রীড়া ডেস্ক

ছবি: আইসিসি

ওয়ানডের বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া এবার নবম টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে নামবে ফেভারিট হিসেবে। আজ বুধবার বিশ্বকাপের দল ঘোষণা করেছে অজিরা। বেশ কিছু তারকা খেলোয়াড়কে বিশ্বকাপগামী দলে রাখেনি ক্রিকেট অস্ট্রেলিয়া। এদের মধ্যে সবচেয়ে বড় নাম স্টিভ স্মিথ।

 

অভিজ্ঞ স্টিভ স্মিথ ছাড়াও আইপিএলে ঝড় তোলা ২২ বছর বয়সী তরুণ জ্যাক ফ্রেজার-ম্যাকগার্কও জায়গা পাননি। যদিও তাকে নিয়ে জোর আলোচনা ছিল যে তিনি ট্রাভিস হেডের সঙ্গে বিশ্বকাপে ওপেন করতে পারেন। এছাড়া অভিজ্ঞ সিমার জ্যাসন বেহরেনডর্ফ, অলরাউন্ডার ম্যাট শর্টেরও জায়গা হয়নি বিশ্বকাপগামী দলে।

 

বামহাতি স্পিনার অ্যাস্টন অ্যাগার ২০২২ সালের পর আন্তর্জাতিক টি-টোয়েন্টি না খেললেও এবার বিশ্বকাপের দলে ডাক পেয়েছেন। অলরাউন্ডার ক্যাগাটরিতে দলে আছেন মার্কাস স্টয়নিস, টিম ডেভিড, ক্যামেরন গ্রিন ও গ্লেন ম্যাক্সওয়েল।    

 

অস্ট্রেলিয়া ২০২১ সালে প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ জয় করে। গত বছর ঘরের মাঠে আসরে তারা ব্যর্থ হয়। সেবার শিরোপা জিতে নেয় ইংল্যান্ড।

 

অস্ট্রেলিয়ার বিশ্বকাপ স্কোয়াড: মিচেল মার্শ (অধিনায়ক), অ্যাস্টন অ্যাগার, প্যাট কামিন্স, টিম ডেভিড, নাথান ইলিস, ক্যামেরন গ্রিন, জস ইংলিশ, জস হ্যাজেলউড, ট্রাভিস হেড, গ্লেন ম্যাক্সওয়েল, মিচেল স্টার্ক, মার্কাস স্টয়নিস, ম্যাথু ওয়েড, ডেভিড ওয়ার্নার, অ্যাডাম জাম্পা।

 

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন