নাটোরে খুনের মামলার আসামি আ. লীগ নেতাকে গুলি করে হত্যা

বণিক বার্তা প্রতিনিধি নাটোর

ছবি : বণিক বার্তা

নাটোরের লালপুরের গোপালপুরে প্রকাশ্যে মনজুর রহমান মঞ্জু নামে এক আওয়ামী লীগ নেতাকে মাথায় ও পেটে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার ( ৩০ এপ্রিল) দিবাগত রাত ১১টার দিকে পৌরসভার আজিমনগর রেলস্টেশন এলাকার একটি কনফেকশনারী দোকানের সামনে এ ঘটনা ঘটে। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে লালপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিম আহমেদ। 

নিহত মনজুর রহমান মঞ্জু লালপুর উপজেলার বাহাদিপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে। সে গোপালপুর পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি পদে ছিলেন। এছাড়া কাউন্সিলর জাহারুল হত্যা মামলার আসামি ছিলেন মঞ্জু।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত ১১টার দিকে আওয়ামী লীগ নেতা মনজুর রহমান মঞ্জু আজিমনগর রেলস্টেশন এলাকার রবিউল ইসলামের কনফেকশনারী দোকানের সামনে অবস্থান করছিলেন। হঠাৎ পাঁচ- ছয় জন লোক এসে মঞ্জুর মাথায় এবং পেটে গুলি করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এতে ঘটনাস্থলেই আওয়ামী লীগ নেতা মঞ্জুর মৃত্যু হয়। এ ঘটনার পর গোপালপুর পৌর এলাকার অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। 

লালপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিম আহমেদ বলেন, ‘খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায় এবং মরদেহটি উদ্ধার করে। মুখোশধারী দুর্বৃত্তরা এ হামলা চালিয়েছে বলে জানতে পেরেছি। হামলাকারীদের ধরতে পুলিশি অভিযান পরিচালনা করছে। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন