৫০ হাজার ভেন্টিলেটর তৈরি করবে ফোর্ড-জিই

বণিক বার্তা ডেস্ক

ফোর্ড মোটর কোম্পানি সোমবার এক ঘোষণায় জানায়, আগামী ১০০ দিনে তাদের মিশিগান কারখানায় ৫০ হাজার ভেন্টিলেটর তৈরি করতে যাচ্ছে। জেনারেল ইলেকট্রিকের (জিই) স্বাস্থ্যসেবা ইউনিটের সঙ্গে যৌথভাবে ভেন্টিলেটরগুলো নির্মাণ করবে তারা। খবর রয়টার্স।

কভিড-১৯- আক্রান্তদের চিকিৎসায় অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখা দিয়েছে কৃত্রিমভাবে শ্বাসগ্রহণ যন্ত্র ভেন্টিলেটর। ফোর্ড বলছে, জিই স্বাস্থ্যসেবা বিভাগের লাইসেন্সকৃত সাধারণ নকশার ভেন্টিলেটরটি যুক্তরাষ্ট্রের খাদ্য ওষুধ প্রশাসন (এফডিএ) অনুমোদন করেছে। যন্ত্র বেশির ভাগ কভিড-১৯- আক্রান্তদের চিকিৎসায়

ব্যবহার করা যাবে এবং বায়ুচাপে এটি ব্যবহারের ফলে কোনো বিদ্যুতের প্রয়োজন পড়বে না।

শ্বাসকষ্টে আক্রান্তের সংখ্যা বৃদ্ধির পরিপ্রেক্ষিতে ট্রাম্প প্রশাসনের কাছে ভেন্টিলেটরের  চেয়ে অনুরোধ পাঠাচ্ছেন বিভিন্ন রাজ্যের কর্তাব্যক্তিরা। এরই মধ্যে নিউইয়র্কের হাসপাতালগুলোয় একটি ভেন্টিলেটর দিয়ে দুই রোগীকে সেবা দেয়া হচ্ছে। লুইজিয়ানা কর্মকর্তারা বলছেন, নিউ অরলিন্সে যেভাবে রোগী বাড়ছে, তার তুলনায় ভেন্টিলেটরের সংখ্যা নেহাতই নগণ্য।

গত শুক্রবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, ডিফেন্স প্রডাকশন অ্যাক্টের অধীন বিশেষ ক্ষমতাবলে গাড়ি কোম্পানিগুলোকে ভেন্টিলেটর নির্মাণে বাধ্য করবেন তিনি।

ফোর্ড বলছে, মিশিগানের ইপসিলান্তি কারখানায় ভেন্টিলেটর নির্মাণের পরিকল্পনা চলছে এবং সেখানে ইউনাইটেড অটো ওয়ার্কার্সের ৫০০ কর্মী নিয়োগ করা হবে। কারখানাটিতে ২০ এপ্রিল নাগাদ কাজ শুরুর পরিকল্পনা ফোর্ডের। নিউইয়র্কের কর্তাব্যক্তিরা বলছেন, ওই সময়টাতেই যুক্তরাষ্ট্রে কভিড-১৯ আক্রান্তের সংখ্যা সর্বোচ্চে থাকবে। ফোর্ড জিইর নির্মিত ভেন্টিলেটরগুলো যুক্তরাষ্ট্রের অন্যান্য অংশে ব্যবহূত হবে, যেখানে কভিড-১৯-এর ঢেউ একটু পড়ে লাগতে পারে।

রোববার জেনারেল মোটরস (জিএম) জানায়, চলতি গ্রীষ্মে ইন্ডিয়ানার ককোমো কারখানায় প্রতি মাসে ১০ হাজার ভেন্টিলেটর নির্মাণের পরিকল্পনা করছে তারা।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন