রেস্তোরাঁয় প্রবেশ জেন্ডার নীতি বাতিল করল সৌদি

সৌদি আরবের রেস্তোরাঁগুলোয় নারী পুরুষের জন্য আলাদা প্রবেশপথ রয়েছে। অর্থাৎ রেস্তোরাঁয় প্রবেশ করতে হলে নারী পুরুষকে আলাদা প্রবেশপথ ব্যবহার করতে হয়। তবে নিয়ম বদলাতে যাচ্ছে। বিভিন্ন সামাজিক কঠোর রীতিনীতি শিথিল করার অংশ হিসেবে নিয়মের বাধ্যবাধকতা তুলে নেয়ার ঘোষণা দিয়েছে সৌদি কর্তৃপক্ষ।

মিউনিসিপ্যালিটিস অ্যান্ড রুরাল অ্যাফেয়ার্স মন্ত্রণালয় জানিয়েছে, রেস্তোরাঁয় প্রবেশে নারী পুরুষের আলাদা ব্যবস্থার নিয়ম আর বাধ্যতামূলক থাকবে না।

মন্ত্রণালয়টি আরো জানিয়েছে, রেস্তোরাঁর মধ্যে পুরুষ নারীদের আলাদা বসার যে নিয়ম রয়েছে, তাও দূর করা হবে। রেস্তোরাঁয় আলাদা প্রবেশপথের ব্যবস্থা থাকা বাধ্যতামূলক নয়। রেস্তোরাঁগুলো চাইলে এখনো আলাদা প্রবেশপথ রাখতে পারবে।

তবে স্কুল হাসপাতালগুলোয় নারী পুরুষের প্রবেশপথ এবং অবস্থানের আলাদা বন্দোবস্তে কোনো পরিবর্তন আছে কিনা, তা মন্ত্রণালয় জানায়নি।

প্রসঙ্গত, জনসম্মুখে সম্পর্ক নেই, এমন নারী পুরুষের মেলামেশার ওপর কয়েক বছর ধরে নিষেধাজ্ঞা আরোপ করে রেখেছিল সৌদি আরব। নিয়মের ব্যত্যয় হলে পুলিশ কঠোর পদক্ষেপ নিতে পারত।

সৌদি আরবকে বিশ্বের কাছে আধুনিক হিসেবে তুলে ধরতে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান বিভিন্ন সামাজিক বিধিনিষেধ শিথিল করার কাজ করছেন। এর মধ্যে নারীদের গাড়ি চালানোর ওপর নিষেধাজ্ঞা তুলে নেয়া হয়েছে। এছাড়া বিনোদন স্থানগুলোয় নারীদের প্রবেশের ওপরও যে নিষেধাজ্ঞা ছিল, তাও তুলে নেয়া হয়েছে।     সূত্র: ব্লুমবার্গ

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন