ই-কমার্সের জোয়ারে দেউলিয়ার আবেদন ফরএভার টোয়েন্টিফার্স্ট

অ্যামাজনের মতো -কমার্স কোম্পানিগুলোর জোয়ারে একের পর এক পতন ঘটছে প্রচলিত দোকানগুলোর। ক্রমবর্ধমান তালিকায় এবার যোগ হলো মার্কিন খুচরা ফ্যাশন কোম্পানি ফরএভার টোয়েন্টিফার্স্ব। রোববার দেউলিয়ার আবেদন জানায় কোম্পানিটি। ২০১৭ সালের শুরু থেকে ২০টির বেশি মার্কিন খুচরা বিক্রেতা কোম্পানি দেউলিয়ার আবেদন দায়ের করেছে, যার মধ্যে সিয়ার্স হোল্ডিংস টয়েজ আর আসের মতো কোম্পানি রয়েছে। যুক্তরাষ্ট্রজুড়ে ১৭৮টির মতো দোকান বন্ধের জন্য আবেদন জানিয়েছে ফরএভার টোয়েন্টিফার্স্ট। এছাড়া এশিয়া ইউরোপের সিংহভাগ দোকান বন্ধ করে দেয়ার পরিকল্পনা রয়েছে। ১৯৮৪ সালে প্রতিষ্ঠিত ফ্যাশন কোম্পানিটির বিশ্বের ৫৭টি দেশে ৮১৫টি দোকান রয়েছে            সূত্র: রয়টার্স

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন