নেতিবাচক প্রবৃদ্ধির দিকে জার্মানি

চলতি বছরের এপ্রিল-জুন প্রান্তিকে জার্মানির অর্থনীতি সংকুচিত হয়েছে। বৈশ্বিক মন্দা নিয়ে উদ্বেগের পরিপ্রেক্ষিতে রফতানিতে শ্লথগতি প্রবৃদ্ধিতে প্রভাব ফেলেছে বলে সরকারি উপাত্তে উঠে এসেছে। 

জার্মানির কেন্দ্রীয় পরিসংখ্যান দপ্তর বলছে, পূর্ববর্তী প্রান্তিকের তুলনায় দেশটির জিডিপি হ্রাস পেয়েছে শূন্য দশমিক ১০ শতাংশ। এতে ইউরোপের বৃহত্তম অর্থনীতির প্রবৃদ্ধি হার দাঁড়িয়েছে শূন্য দশমিক ৪০ শতাংশ। গত বছর একটুর জন্য মন্দা এড়িয়েছিল দেশটি।

ক্যাপিটাল ইকোনমিকসের চিফ ইউরোপ ইকোনমিস্ট এন্ড্রু কেনিংহাম বলেন, তৃতীয় প্রান্তিকের প্রাথমিক লক্ষণগুলো আশঙ্কা জাগাচ্ছে। জুলাইয়ের সব ব্যবসায় জরিপগুলোও একই বার্তা দিচ্ছে। সেবা খাতে যদিও কিছুটা চাঙ্গা ভাব রয়েছে, তবে শ্রমবাজারে শ্লথগতির ইঙ্গিত স্পষ্ট।

প্রায় সবগুলো খাতে ব্যয় হ্রাস পেলেও খানা ও সরকারি ব্যয় এবং নির্মাণ খাতের বাইরে বিনিয়োগ হ্রাস পেয়েছে।

সূত্র: বিবিসি

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন