বেসিস-আমেরিকা ডেস্ক স্টেকহোল্ডারস মিট অনুষ্ঠিত

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে প্রযুক্তিগত ব্যবসা বৃদ্ধি ও উন্নয়নের লক্ষ্যে বেসিস-আমেরিকা ডেস্ক স্টেকহোল্ডার মিট সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের আয়োজনে (বেসিস) এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকার মার্কিন দূতাবাসের অ্যাক্টিং ইকোনমিক ইউনিট চিফ জেমস গার্ডিনার, কমার্শিয়াল কাউন্সিলর জন ফে, বেসিস সভাপতি রাসেল টি আহমেদ, জ্যেষ্ঠ সহসভাপতি এম রাশিদুল হাসান, সহসভাপতি (অর্থ) ইকবাল আহমেদ ফখরুল হাসান, পরিচালক মীর শাহরুখ ইসলাম, বিপ্লব ঘোষ রাহুল, বেসিস-আমেরিকা ডেস্কের চেয়ারম্যান নূর মাহমুদ খানসহ সংশ্লিষ্টরা। বেসিসের সহসভাপতি (প্রশাসন) সৈয়দ মোহাম্মদ কামাল কর্মশালাটি পরিচালনা করেন।  

অনুষ্ঠানে মার্কিন দূতাবাসের অ্যাক্টিং ইকোনমিক ইউনিট চিফ জেমস গার্ডিনার বাংলাদেশের সাইবার নিরাপত্তা অবকাঠামোকে শক্তিশালীকরণ, সঠিক নীতিমালা নিশ্চিত করা এবং আন্তর্জাতিক বিনিয়োগ আকৃষ্ট করার ওপর জোর দেন। 

বেসিস সভাপতি রাসেল টি আহমেদ বলেন, ‘বাংলাদেশের আইটি খাতের সবচেয়ে বড় বাজার যুক্তরাষ্ট্র। এখানে বিদেশী সরাসরি বিনিয়োগ (এফডিআই) আনার অনেক সম্ভাবনা রয়েছে।’

অনুষ্ঠানে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে ব্যবসা ও প্রযুক্তিগত সম্পর্ক বৃদ্ধির বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। —বিজ্ঞপ্তি

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন