নওগাঁয় ৮০০ আমগাছ কেটে ফেলার অভিযোগ

বণিক বার্তা প্রতিনিধি, নওগাঁ

ছবি : সংগৃহীত

নওগাঁর পত্নীতলায় বাগান দখল করে ৮০০ আমগাছ কেটে ফেলার অভিযোগ করেছেন এক ফল ব্যবসায়ী। গতকাল দুপুরে শহরের প্যারিমোহন গ্রন্থাগারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন আলহাজ আবুল হোসেন।

লিখিত বক্তব্যে তিনি বলেন, ‘পত্নীতলা উপজেলার ব্যবসায়ী আনিছুর মোল্লার সঙ্গে বন্ধুত্ব রয়েছে আমার। তার মাধ্যমে ১২ বছর আগে উপজেলার পাটিচোরা ইউনিয়নের ছালিগ্রামে ৪ দশমিক ৩২ একর জমি কেনেছিলাম। ঘোষপাড়া গ্রামের গৌতম ঘোষ ও রাণী ঘোষের কাছ থেকে কেনা জমিতে ১ হাজার ২০০টি বারী-৪ জাতের আমগাছের চারা রোপণ করেছি। প্রতি বছর বাগান থেকে প্রায় ১০ লাখ টাকার আম বিক্রি হয়। ১৫ সেপ্টেম্বর পূর্ব পাটিচোরা গ্রামের নাইম হোসেন ও তার দুই ভাই লেমন হোসেন এবং ছেলিম হোসেনসহ ২০-২৫ জন ৮০০টির বেশি আম গাছ কেটে ফেলেন। এতে প্রায় ১ কোটি টাকার ক্ষতি হয়েছে। এ ব্যাপারে থানায় অভিযোগ করেও প্রতিকার পাচ্ছি না।’

তবে নাইম হোসেন হোসেন বলেন, ‘ভূমিহীন হওয়ায় ১৯৮৮ সালে জমিটি পত্তনী চেয়ে সরকারের কাছে আবেদন করেছিলাম। ১৯৯১ সালে পত্তনি পাওয়ার পর জমিটি আমাদের নামে খারিজ করা হয়। পত্তনিমূলে আমাদের নামে হোল্ডিং রয়েছে। আবুল হোসেনের জমির দাগ আলাদা হলেও জোরপূর্বক আমাদের জমি দখলে নেয়ার চেষ্টা করছিলেন। জমিটি আমাদের, তাই আমরাই দখলে নিয়েছি। কেটে ফেলা আমগাছগুলোও আমাদের।’

এ ব্যাপারে পত্নীতলা থানার ওসি এনায়েতুর রহমান বলেন, ‘বাগানের মালিকানাসংক্রান্ত জটিলতায় হুমকি-ধমকি ও ভয়ভীতির বিষয়ে বেশ ক’দিন আগে থানায় অভিযোগ করেছিলেন ব্যবসায়ী আবুল হোসেন। এর কিছুদিন পর গাছ কেটে ফেলা ও অবৈধভাবে দখলসংক্রান্ত মৌখিক অভিযোগ করলে তাৎক্ষণিক থানা থেকে একটি টিম পাঠিয়ে সেটি বন্ধ করা হয়।’

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন