পরিচালক হয়ে ফিরছেন কুসুম

ফিচার প্রতিবেদক

ছবি : বণিক বার্তা

বেছে বেছে অভিনয় করেন কুসুম সিকদার। তাই দীর্ঘ ক্যারিয়ারে কাজের সংখ্যা কম। তবে প্রশংসার পাল্লা ভারী। দীর্ঘ কয়েক বছর পর ফিরছেন বড় পর্দায়, তাও নিজের পরিচালনায়। দুর্গাপূজায় মুক্তির প্রতীক্ষায় তার ‘শরতের জবা’। শুক্রবার  প্রকাশ হয়েছে সিনেমাটির টিজার। এ সিনেমা দিয়েই চলচ্চিত্র পরিচালক হিসেবে অভিষেক হচ্ছে তার। আগামী নভেম্বরে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে শরতের জবা। দুর্গাপূজা উপলক্ষে অক্টোবরে নিজের প্রথম পরিচালিত সিনেমা মুক্তি দেয়ার ইচ্ছা ছিল কুসুমের। তবে দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে নভেম্বরে মুক্তির সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

কুসুম শিকদার বলেন, ‘কোনো উৎসবে মুক্তির পরিকল্পনা করেছিলাম। সে হিসেবে ঠিক করেছিলাম দুর্গাপূজা উপলক্ষে আগামী অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে মুক্তি দেয়ার। কিন্তু দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে সে পরিকল্পনা থেকে সরে এসেছি। ইচ্ছা আছে আগামী নভেম্বরে মুক্তি দেয়ার। তবে সবকিছু নির্ভর করছে দেশের স্থিতিশীলতার ওপর। আশা করছি দ্রুত সবকিছু স্বাভাবিক হয়ে যাবে।’

সর্বশেষ ২০১৮ সালে নাটকে অভিনয় করেছিলেন কুসুম। আর বড় পর্দায় তাকে দেখা গেছে ২০১৬ সালে, ‘শঙ্খচিল’ সিনেমায়। বিরতি কাটিয়ে অভিনয়ে ফেরা প্রসঙ্গে তিনি বলেন, ‘অনেক দিন পর পর্দায় আমাকে দেখবে দর্শক। শেষবার অভিনয় করেছিলাম ২০১৮ সালে। আর সিনেমার হিসাব করলে বিরতিটা আরো লম্বা। দীর্ঘদিন পর অভিনয় করায় উদ্দীপনার পাশাপাশি কিছুটা নার্ভাসও লাগছে। আশা করছি ভালো কিছু হবে।’

শরতের জবা সিনেমার গল্প ও চিত্রনাট্যের সঙ্গে প্রযোজনাও করেছেন কুসুম শিকদার। তিনি বলেন, ‘শরতের জবার পুরো জার্নিটা ছিল অনেক পরিশ্রমের ও শিক্ষণীয়। প্রথমবারের মতো সিনেমা পরিচালনা, প্রযোজনা, চিত্রনাট্য রচনা করেছি। এখন সিনেমার প্রমোশন করছি, এটাও প্রথম। এ সিনেমা আমাকে অনেক কিছু শেখার সুযোগ করে দিয়েছে।’ এই প্রথম হলেন ক্যাপ্টেন অব দ্য শিপ অর্থাৎ পরিচালক। তাও আবার চলচ্চিত্রের। প্রসঙ্গটি তুলতেই কুসুম বললেন, ‘শুধু প্রথম পরিচালনাই নয়, চিত্রনাট্য, প্রযোজনাসহ অনেক কিছুই প্রথমবার করেছি। এমনকি সম্পাদনা, কালার গ্রেডিং, সাউন্ড ডিজাইন সব কিছুতেই নিজে যুক্ত হয়েছি।’

সব মিলিয়ে সিনেমাটি আমার জন্য স্পেশাল। তাই একে অভিজ্ঞতা বলব না, শরতের জবা একটা জার্নি।’ দীর্ঘ দিন হলো সিনেমাটি ছাড়া অভিনয় করেননি কুসুম। এ স্থবিরতা জারি রাখবেন, এমন নয়। নিজের পছন্দসই কাজ পেলে তবেই করবেন। তিনি বলেন, ‘ইদানীং অনেক ওটিটি প্রজেক্টের প্রস্তাব আসে। ভালো গল্প, কঠিন কঠিন চরিত্র। আমি তো ক্যারিয়ারের শুরু থেকেই কঠিন চরিত্র করে এসেছি। সুতরাং আমার কাছে কেউ মন্দ গল্প নিয়ে আসেন না। কিন্তু আমি শুধু ভালো গল্প হলেই কাজ করি না। নির্মাতা, সহশিল্পী, শুটিং টিম, লোকেশন অনেক কিছু বিবেচনা করি। সব মিলিয়ে যদি মনঃপুত হয়, তাহলে অভিনয় করব।’

শরতের জবা সিনেমায় আরো অভিনয় করেছেন ইয়াশ রোহান, জীতু আহসান, শহীদুল আলম সাচ্চু, নরেশ ভূঁইয়া, মাহমুদুল ইসলাম মিঠু, অশোক ব্যাপারী প্রমুখ। উপদেষ্টা পরিচালক সুমন ধর। কুসুম শিকদারের সঙ্গে যৌথভাবে প্রযোজনা করেছেন ফরিদুর রেজা সাগর।

এদিকে গানেও পারদর্শী কুসুম সিকদার। একক অ্যালবাম ‘তুমি আজ কত দূরে’ এবং একাধিক মিশ্র অ্যালবাম ও সিঙ্গেল গানে তার গায়কি শুনেছেন অনেকেই। নতুন গান নিয়ে অভিনেত্রী বলেন ‘নতুন একটি গান প্রস্তুত, ‘মরীচিকা মায়া’। এটা মিউজিক্যাল ফিল্ম হিসেবে আসবে।’

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন