হত্যা, গ্রেফতার, হয়রানির প্রতিবাদ

জয় বাংলা কনসার্টে যাবে না অধিকাংশ ব্যান্ড

ফিচার প্রতিবেদক

ছবি: সিআরআই

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নিয়ে সরব শোবিজ তারকারা। এরই মধ্যে অনেকে তাদের ফেসবুক পেজ ও আইডি থেকে শিক্ষার্থীদের আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের অবস্থান জানান দিয়েছেন। আন্দোলন ঘিরে সংঘাত-সহিংসতায় নিহত ও গ্রেফতার-হয়রানির ঘটনায় প্রতিবাদ জানাচ্ছেন তারা। এবার শিক্ষার্থীদের সঙ্গে সংহতি প্রকাশ করেছে চার ব্যান্ড। শিক্ষার্থীদের ওপর হামলা ও গ্রেফতারের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন তারা। তারা জয় বাংলা কনসার্টে অংশ না নেয়ার ঘোষণা দিয়েছেন। ব্যান্ডগুলো হলো ক্রিপ্টিক ফেইট, নেমেসিস, আরবোভাইরাস ও বাংলা ফাইভের সিনা হাসান।

দেশের অন্যতম আলোচিত কনসার্টটির নাম জয় বাংলা কনসার্ট। এটি প্রতি বছর মার্চে অনুষ্ঠিত হয়। এ কনসার্ট থেকে একের পর এক দেশের এ সময়ের জনপ্রিয় ব্যান্ডগুলো নিজেদের প্রত্যাহার করে নিচ্ছে। মূলত চলমান আন্দোলন কেন্দ্র করে সংঘাত ও নিহতের ঘটনায় প্রতিবাদ জানিয়েই এ সিদ্ধান্ত নিচ্ছে ব্যান্ডগুলো।

গত বুধবার রাতে ক্রিপ্টিক ফেইট তাদের ফেসবুক পেজে একটি পোস্টে লেখে, ‘অনেকেই প্রশ্ন করছেন, আপনারা জয় বাংলা কনসার্ট করবেন? যে ব্যান্ড দেশপ্রেম, মুক্তিযুদ্ধ, অন্যায়, অবিচার নিয়ে গান করে, সে কীভাবে এখন চিন্তা করে যে সামনের জয় বাংলা কনসার্টে বাজাবে? তাই প্রশ্নের উত্তর- না।’

ক্রিপ্টিক ফেইটের এমন ঘোষণার পর একই সুর তোলে ব্যান্ড আরবোভাইরাস। ব্যান্ডের ফেসবুক পেজে জানানো হয়, আর কোনো দিন জয় বাংলা কনসার্টে অংশ নেবে না তারা।

একই সঙ্গে কনসার্টে অংশ না নেয়ার ঘোষণা দেয় আরেক ব্যান্ড নেমেসিস। ফেসবুক পেজে তারা জানায়, ‘গত দুই সপ্তাহের প্রেক্ষাপটে এটা আর বলার অপেক্ষা রাখে না যে আমরা আর কখনই জয় বাংলা কনসার্টে পারফর্ম করব না। কিন্তু কথা এখানেই শেষ হতে পারে না। আমাদের আরো কথা বলার আছে। আগেও বলেছি, এখন আরো জোরে বলতে হবে। আমাদের সবার বলতে হবে। বর্তমান প্রজন্ম আমাদের দেখিয়ে দিচ্ছে যে আমরা যদি সাহস জোগাই, আমরা সবাই কথা বলতে পারব, ভুলকে ভুল বলার সাহস রাখতে পারব। কারণ আমরা সবাই একটি ন্যায়সঙ্গত সমাজ দেখতে চাই এবং সত্যের সংস্কৃতি গড়তে চাই।’

এর আগে আন্দোলনের সময় বাংলা ফাইভের সিনা হাসান ১৭ জুলাই জয় বাংলা কনসার্ট বর্জনের ঘোষণা দিয়েছিলেন। তিনি বলেন, ‘একজন শিল্পী হিসেবে আমি ‘‘জয় বাংলা কনসার্ট” বয়কট করলাম। এ ঠ্যাং চাটা তোষামোদকারী ‘‘ছেলেভুলানো” কনসার্টে আমাকে শিল্পী বা দর্শক কোনো হিসেবেই যেন কখনই ডাকা না হয়।’

এছাড়া শিরোনামহীন তাদের ফেসবুক পেজে লেখে, ‘‌শিরোনামহীন সাত বছর ধরে জয় বাংলা কনসার্টে কোনো পারফর্ম করেনি। আসলে শিরোনামহীনকে আমন্ত্রণই জানানো হয়নি।’

যে কনসার্টে আমাদের আর আমন্ত্রণই জানানো হয় না, সে কনসার্টকে বয়কট করে হাততালি কুড়ানোর সুযোগটা আসলে আমাদের নেই। যারা নিয়মিত পারফর্ম করতেন তাদের অনেকেই কনসার্টটি বয়কট করেছেন। তাদের সিদ্ধান্তকে স্বাগত জানাই। আর ভবিষ্যতে আমাদের আমন্ত্রণ জানানো হলেও আমরা সেটা প্রত্যাখ্যান করব।

জনপ্রিয় এ ব্যান্ডগুলো কনসার্ট থেকে মুখ ফিরিয়ে নেয়ার পর কনসার্টের ভবিষ্যৎ প্রায় অনিশ্চিত।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন