ট্রেন্ডিংয়ে শীর্ষে রেড ফিল্মসের নাটক ‘শিক্ষিত কাজের মেয়ে’

ফিচার প্রতিবেদক

ছবি— সংগৃহীত

রেড ফিল্ম এন্টারটেইনমেন্ট প্রযোজিত নাটক ‘শিক্ষিত কাজের মেয়ে’ মুক্তির পর থেকে ব্যাপক সাড়া ফেলেছে দর্শকদের মধ্যে। চলতি বছরের ১৩ ফেব্রুয়ারি ইউটিউবে মুক্তি পাওয়া নাটকটি এখন ট্রেন্ডিংয়ে শীর্ষে অবস্থান করছে।

রেড ফিল্মস এন্টারটেইনমেন্ট তাদের সৃজনশীল ও মানসম্মত কন্টেন্টের জন্য পরিচিত, যা দর্শকদের মন ছুঁয়ে যায়। তাদের নতুন নাটক ‘শিক্ষিত কাজের মেয়ে’ সমাজে কাজের প্রতি দৃষ্টিভঙ্গির পরিবর্তন নিয়ে একটি গুরুত্বপূর্ণ বার্তা তুলে ধরেছে। নাটকটিতে দেখানো হয়েছে, কোনো কাজকেই ছোট করে দেখা উচিত নয় এবং বেকার না থেকে সম্মানের সঙ্গে যেকোনো কাজ করা সম্ভব।

নাটকটির মূল চরিত্রে অভিনয় করেছেন নতুন প্রজন্মের অভিনেত্রী অনন্যা ও অভিনেতা আলিফ চৌধুরী। এছাড়াও শেখ সপ্না, রকি খান, অরিনসহ আরো অনেক শিল্পী এতে অভিনয় করেছেন। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন ঈশান হায়দার।

‘শিক্ষিত কাজের মেয়ে’ শুধুমাত্র কোনো বিনোদনমূলক নাটক নয়। বরং এটি নতুন প্রজন্মের জন্য একটি অনুপ্রেরণার উৎস হিসেবে কাজ করেছে। নাটকটি প্রমাণ করে, সমাজের প্রচলিত ধারণার পরিবর্তন এবং নিজস্ব দক্ষতা কাজে লাগিয়ে দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন