বুড়িমারী স্থলবন্দর

সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন

বণিক বার্তা প্রতিনিধি, লালমনিরহাট

ছবি : বণিক বার্তা ( ফাইল ছবি)

ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের জেরে সরকার পতনের পর লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের কমিটি ভেঙে দিয়ে নতুন কমিটি গঠন করা হয়েছে। গতকাল বন্দর কর্তৃপক্ষের সভাকক্ষে স্থানীয় সিঅ্যান্ডএফ এজেন্ট ব্যবসায়ীদের সভা আহ্বান করা হয়। সেই সভা থেকে আগের কমিটি ভেঙে দিয়ে সর্বসম্মতিক্রমে মো. ফারুক হোসেনকে সভাপতি এএসএম নেওয়াজ নাহিদকে সাধারণ সম্পাদক করে দ্বিবার্ষিক কমিটি গঠন করা হয়। বৈঠক থেকে আগামী এক সপ্তাহের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের ঘোষণা দেয়া হয়।

নতুন কমিটির সভাপতি মো. ফারুক হোসেন সাধারণ সম্পাদক এএসএম নেওয়াজ নাহিদ জানান, বুড়িমারী স্থলবন্দর দিয়ে ব্যবসা-বাণিজ্য বৃদ্ধির জন্য প্রয়োজনীয় উদ্যোগ নিতেই আগের কমিটি ভেঙে নতুন কমিটি গঠন করেছেন সাধারণ ব্যবসায়ীরা।

জানতে চাইলে লালমনিরহাট চেম্বার অব কমার্সের পরিচালক সিঅ্যান্ডএফ এজেন্ট ব্যবসায়ী মো. হুমায়ুন কবীর সওদাগর বলেন, ‘চলমান পরিস্থিতিতে ব্যবসা-বাণিজ্যে শৃঙ্খলা ফেরাতেই এমন উদ্যোগ নিয়েছি আমরা। আশা করছি পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে এবং ব্যবসা-বাণিজ্যে গতি ফিরবে।

এদিকে বুড়িমারী স্থলবন্দর আমদানি-রফতানিকারক অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠনের লক্ষ্যে আজ বিশেষ সভা আহ্বান করা হয়েছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন