এনআরবি ব্যাংকের নতুন এমডি তারেক রিয়াজ খান

ছবি : সংগৃহীত

এনআরবি ব্যাংক পিএলসির নতুন এমডি হিসেবে যোগদান করেছেন তারেক রিয়াজ খান। এর আগে, তিনি পদ্মা ব্যাংকে এমডি এবং সিইও হিসেবে দায়িত্ব পালন করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মার্কেটিংয়ে স্নাতকোত্তর সম্পন্ন করা তারেক রিয়াজ খান দীর্ঘ ৩০ বছরের কর্মজীবনে একাধিক ন্যাশনাল ও মাল্টিন্যাশনাল প্রতিষ্ঠানে চাকরি করেছেন। তিনি ১৯৯৭ সালে ট্রেইনি অফিসার হিসেবে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে ক্যারিয়ার শুরু করেন। টানা ১৬ বছরে সিনিয়র ম্যানেজমেন্ট পদসহ রিটেইল ও ব্রাঞ্চ ব্যাংকিংয়ের ডোমেনে দায়িত্ব পালন করেছেন। 

তারেক রিয়াজ খান প্রিমিয়ার ব্যাংক ও মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে ডিএমডি, সিওও এবং ক্যামেলকো পদে কাজ করেছেন। এছাড়া তিনি ব্যাংক আল-ফালাহ বাংলাদেশের রিটেইল ব্যাংকিং ও ব্র্যাঞ্চের কান্ট্রি হেড ছিলেন।

তারেক রিয়াজ খান দেশে-বিদেশে পেশাগত ও ব্যবস্থাপনা উন্নয়নে বিভিন্ন প্রশিক্ষণ, কর্মশালা এবং সেমিনারে অংশগ্রহণ করেছেন। —বিজ্ঞপ্তি

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন