চার জেলায় সড়ক দুর্ঘটনায় পাঁচজনের প্রাণহানি

বণিক বার্তা ডেস্ক

ছবি : বণিক বার্তা ( ফাইল ছবি)

গাজীপুরে দুজনসহ সড়ক দুর্ঘটনায় চার জেলায় পাঁচজনের প্রাণহানি হয়েছে। আহত হয়েছেন বেশ কয়েকজন। গতকাল আগের দিন এসব দুর্ঘটনা ঘটে। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো খবরে

গাজীপুর: জেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় শিক্ষিকসহ দুজন নিহত হয়েছেন। এসব ঘটনায় আরো ছয়জন আহত হয়েছেন। গতকাল সকালে দুর্ঘটনা ঘটে।

কাপাসিয়া উপজেলা শিক্ষা কর্মকর্তা রমিতা ইসলাম জানান, সকাল সাড়ে ৮টার দিকে স্বামীর সঙ্গে মোটরসাইকেলে বিদ্যালয়ে যাচ্ছিলেন সিদ্দিকা বেগম (৪৮) মোটরসাইকেলটি গাজীপুর-কাপাসিয়া আঞ্চলিক সড়কে বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। এতে দুই মোটরসাইকেলে থাকা তিন আরোহী গুরুতর আহত হন। আহতদের গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সিদ্দিকা বেগমকে মৃত ঘোষণা করেন। ঘটনায় আহত হয়েছেন তার স্বামী। তিনিও একটি হাসপাতালে চিকিৎসাধীন।

নিহত সিদ্দিকা বেগম কাপাসিয়া উপজেলার মৌশাধামনা গ্রামের আতাউর রহমানের স্ত্রী। তিনি উপজেলার চাঁদপুর ইউনিয়নের কাজাহাজি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন।

অন্যদিকে ভোরে গাজীপুর মহানগরীর ভোগড়া বাইপাস এলাকায় গাড়িচাপায় হারুন অর রশিদ (৪৫) নামে একজন নিহত হয়েছেন। তিনি গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার দক্ষিণ মরুয়াদহ এলাকার বাসিন্দা। মহানগরীর গাছা থানার শরীফপুর হারিকেন এলাকায় ভাড়া থাকতেন।

বাসন থানার ওসি মোহাম্মদ জাহাঙ্গীর আলম জানান, সকালে ভোগড়া বাইপাস এলাকায় রাস্তা পার হওয়ার সময় একটি গাড়ি হারুন অর রশিদকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এছাড়া ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পোড়াবাড়ী এলাকায় ডাম্প ট্রাক কাভার্ড ভ্যানের সংঘর্ষে পাঁচজন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার কারণে মহাসড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। পুলিশ কাভার্ড ভ্যানটি রাস্তা থেকে সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।

বান্দরবান: নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুনধুম ইউনিয়নে তিন চাকার ট্রলি উল্টে রতন বড়ুয়া (৩৯) নামে একজন নিহত হয়েছেন। গতকাল বেলা ২টার দিকে ইউনিয়নের মিয়ানমার সীমান্তবর্তী আজুখাইয়া ফকিরপাড়া রাবার বাগানে দুর্ঘটনা ঘটে। সময় আহত হয়েছেন আরো একজন। নিহত রতন বড়ুয়া ওই ইউনিয়নের নম্বর ওয়ার্ডের উত্তর ঘুনধুম বড়ুয়াপাড়ার বিন্দু বড়ুয়ার ছেলে।

নাইক্ষ্যংছড়ি থানার ওসি মো. আব্দুল মান্নান জানান, স্থানীয় চেয়ারম্যান, ঘুনধুম পুলিশ ফাঁড়ি স্থানীয়দের সহযোগিতায় আহত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

বরগুনা: মোটরসাইকেলের ধাক্কায় এক বৃদ্ধ নিহত হয়েছেন। গতকাল সকালে বরগুনা সদর উপজেলার ফুলঝুরি ইউনিয়নের বারোঘর নামক স্থানে দুর্ঘটনা ঘটে। নিহত শাহ আলম (৭০) একই ইউনিয়নের বুরজিরহাট গ্রামের মৃত হাশেম আলীর ছেলে।

সদর থানার ওসি দেওয়ান জগলুল হাসান জানান, পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ হস্তান্তর করা হয়েছে।

শেরপুর: রাস্তা পার হওয়ার সময় বাসের ধাক্কায় শেরপুরে সুফিয়া (৪০) নামে এক পরিচ্ছন্নতাকর্মী নিহত হয়েছেন। সোমবার সন্ধ্যায় সদর উপজেলার ভাতশালা ইউনিয়নে ঢাকা-শেরপুর মহাসড়কে দুর্ঘটনা ঘটে। নিহত সুফিয়া বেগম শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটের পরিচ্ছন্নতাকর্মী ছিলেন। তার গ্রামের বাড়ি নেত্রকোনায়। বিষয়টি নিশ্চিত করেন সদর থানার ওসি জাহাঙ্গীর আলম।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন