অর্থনীতির সমসাময়িক পরিস্থিতি নিয়ে বাংলাদেশ ব্যাংক মুখপাত্রের ভিডিও বার্তা

রেমিট্যান্স প্রবৃদ্ধি বাড়ায় রিজার্ভের ক্ষয়রোধ সম্ভব হচ্ছে

নিজস্ব প্রতিবেদক

ছবি- বণিক বার্তা

প্রবাসী আয়ের প্রবৃদ্ধি (রেমিট্যান্স) বেশি হওয়ার কারণে বৈদেশিক মুদ্রার রিজার্ভের পতন রোধ সম্ভব হচ্ছে। এমনটি জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র হুসনে আরা শিখা। আজ মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) এক ভিডিও বার্তায় এ কথা জানান তিনি।

হুসনে আরা শিখা বলেন, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাবায়ন পদ্ধতি অনুসারে, রিজার্ভ এখন ২০ বিলিয়ন ডলারের (বিপিএম৬) কাছাকাছি এবং বৈদেশিক মুদ্রায় গঠিত বিভিন্ন তহবিলসহ বা গ্রস রিজার্ভ ২৪ দশমিক ৩০ বিলিয়ন ডলার। ২০২২-২৩ অর্থবছরের চেয়ে এটি ২০২৩-২৪ অর্থবছরে প্রায় ৬০ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। আর চলতি বছরে জুলাইয়ের চেয়ে আগস্টে প্রবৃদ্ধি হয়েছে প্রায় ৯০ শতাংশ।

কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র বলেন, আন্তঃব্যাংকিং ফরেন এক্সচেঞ্জ সক্রিয় করা হয়েছে। এখন ব্যাংকগুলো নিজেরা কেনা-বেচা করতে পারছে। এ ক্ষেত্রে ডলারের দাম বাজারভিত্তিক করা হয়েছে। ডলারের দাম এখন ১১৮ থকে ১২০ টাকার বেশি হবে না। আর খোলাবাজারে ডলারের দাম ব্যাংকিং চ্যানেলের চেয়ে ১ শতাংশের বেশি হতে পারবে না।

মুখপাত্র আরো জানান, আন্তঃব্যাংক লেনদেন সক্রিয় থাকার কারণে ফরেন এক্সচেঞ্জ স্থিতিশীল থাকবে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন