ইন্দোনেশিয়ায় চালের উৎপাদন কমার আভাস

বণিক বার্তা ডেস্ক

ছবি : বণিক বার্তা ( ফাইল ছবি)

ইন্দোনেশিয়ায় জানুয়ারি-আগস্ট পর্যন্ত চালের উৎপাদন কমার পূর্বাভাস দেয়া হয়েছে। এ সময় দেশটিতে ২ কোটি ১৩ লাখ ৯০ হাজার টন চাল উৎপাদন হতে পারে, যা গত বছরের একই সময়ের তুলনায় ৯ দশমিক ৫২ শতাংশ কম। গতকাল সরকারের এক সভায় দেশটির স্ট্যাটিসটিকস এজেন্সির কর্মকর্তা এম হাবিবুল্লাহ এ কথা জানিয়েছেন। খবর বিজনেস রেকর্ডার।

এম হাবিবুল্লাহ আরো জানান, ইন্দোনেশিয়ায় ধান আবাদযোগ্য জমি গত বছরের তুলনায় ৭ দশমিক ৫২ শতাংশ কমে ৭২ লাখ ৪০ হাজার হেক্টরে নামতে পারে।

চাল উৎপাদনে ইন্দোনেশিয়ার খ্যাতি বিশ্বজোড়া। বিশ্বে চাল উৎপাদনে দেশটির অবস্থান চতুর্থ। গত বছর দেশটিতে এল নিনোর প্রভাবে বৃষ্টিপাত কমে গিয়েছিল, যার প্রভাব পড়ে চালের উৎপাদনে। উৎপাদন হ্রাসের এ প্রবণতা বেশ কিছুদিন অব্যাহত থাকবে বলে ধারণা করছেন খাতসংশ্লিষ্টরা। জনবহুল দেশটির অধিবাসীদের প্রধান খাদ্য চাল ও চাল থেকে তৈরি বিভিন্ন খাবার। এ কারণে প্রতি বছর দেশটিতে উল্লেখযোগ্য পরিমাণ চাল উৎপাদন হয়। তবে উৎপাদনে এগিয়ে থাকলেও এখনো এ পণ্যে আমদানিনির্ভরতা রয়েছে দেশটির।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন