গোলাম মামুনের সাফল্য উদযাপিত

ফিচার প্রতিবেদক

ছবি : বণিক বার্তা

ওটিটি প্লাটফর্মের জনপ্রিয়তা দিন দিন বাড়ছে। এ ধারাবাহিকতায় এবারের ঈদের আগে হইচইয়ে মুক্তি পায় শিহাব শাহীন পরিচালিত সিরিজ গোলাম মামুন। সিরিজটির প্রধান চরিত্রে ছিলেন জিয়াউল ফারুক অপূর্ব ও সাবিলা নূর। গোলাম মামুন এরই মধ্যে ব্যাপক দর্শকপ্রিয়তা পেয়েছেন। সম্প্রতি গোলাম মামুনের সাফল্য উদযাপন করলেন সিরিজের পরিচালক, অভিনেতা-অভিনেত্রী ও অন্য কলাকুশলীরা।

গোলাম মামুনের ‘সাকসেস পার্টি’ নিয়ে সিরিজটির নির্মাতা শিহাব শাহীন বণিক বার্তাকে বলেন, ‘গোলাম মামুন সাকসেস পার্টি করার মতো সাফল্য পেয়েছে। আমি এ পর্যন্ত হইচইয়ে মহানগরের সাকসেস পার্টি হতে দেখেছি। আর কারো পার্টি হতে দেখিনি। সাকসেস পার্টি করার মতো সাকসেস হয়েছে বলেই দেশ বিদেশে বিশেষ করে ভারতে সিরিজটি প্রচুর মানুষ দেখেছে। সাবসস্ক্রিপশন বেড়েছে। দর্শকের দেখার ওপর ভিত্তি করে রেকর্ড হয়েছে বলেই পার্টিটা হয়েছে। বাংলাদেশের নাটকপ্রিয় বোদ্ধা দর্শক যারা আছে তাদের মনোযোগ কেড়েছে। যারা সাধারণত ওটিটি কনটেন্ট দেখেন তাদের কাছে ভালো লেগেছে। ডাটাও তাই বলছে। সে কারণেই গোলাম মামুন সাকসেসফুল ও সাকসেস পার্টিটা হয়েছে।’

ওটিটিতে গোলাম মামুন ওয়াচ টাইম কত পেয়েছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ওয়াচ টাইমের হিসাব হয়নি। তবে বলতে পারি, নতুন সাবস্ক্রিপশন অনেক বেড়েছে। আর ওয়াচ টাইম হিসাব করতে গেলে কোটি কোটি মিনিট তো হবেই । কিন্তু এ বিষয়গুলো কোম্পানি শেয়ার করে না। এটা তাদের কোম্পানির পলিসি হতে পারে। ওটিটিতে গোলাম মামুন রেকর্ড করেছে এটা বলতে পারি।’

হইচইয়ে এবারের ঈদে মুক্তিপ্রাপ্ত অন্য কনটেন্টের তুলনায় গোলাম মামুন কতটা সফলতা পেল এমন প্রশ্নের জবাবে শিহাব শাহীন বলেন, ‘আসলে এটা তো আমি বলতে পারব না। তবে হইচইয়ের সাইটে ঢুকলে দেখা যায় গোলাম মামুন ট্রেডিংয়ের শুরুতে রয়েছে।’

গোলাম মামুনের পরবর্তী সিজন নিয়ে শিহাব শাহীন বলেন, ‘আমরা এরই মধ্যে গোলাম মামুনের পরবর্তী সিজন নিয়ে চিন্তাভাবনা শুরু করেছি। এটা আগামী বছরে আসবে।’

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন