চাকরির মেয়াদ বাড়ল আইজিপির

নিজস্ব প্রতিবেদক

ছবি: বাংলাদেশ পুলিশ

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুনের চুক্তিভিত্তিক চাকরির মেয়াদ এক বছর বাড়ানো হয়েছে। শুক্রবার (৫ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, চুক্তিভিত্তিক পুলিশের মহাপরিদর্শক হিসেবে কর্মরত চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে এক বছরের জন্য নিয়োগ দেয়া হলো।

এর আগে গত বছরের জানুয়ারি এক প্রজ্ঞাপনে দেড় বছরের জন্য পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) পদে চুক্তিভিত্তিক নিয়োগ পান আবদুল্লাহ আল মামুন। যার মেয়াদ শেষ হচ্ছে আগামী ১১ জুলাই।

২০২২ সালের সেপ্টেম্বর ২৯তম আইজিপি হিসেবে দায়িত্ব নেন তিনি। তার আগে তিনি র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক (ডিজি) ছিলেন।

চৌধুরী আবদুল্লাহ আল মামুন বিসিএস ৮ম ব্যাচের কর্মকর্তা। তিনি ১৯৬৪ সালের ১২ জানুয়ারি সুনামগঞ্জের শাল্লা উপজেলার শ্রীহাইল গ্রামে জন্মগ্রহণ করেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞান বিষয়ে স্নাতকসহ (সম্মান) স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন