রুনা লায়লার সম্মানে গাইলেন তরুণ শিল্পীরা

ফিচার প্রতিবেদক

ছবি: এনটিভি

বাংলা গান ও বাংলাদেশের সংগীতকে এগিয়ে নেয়ার পেছনে উপমহাদেশের কিংবদন্তি কণ্ঠশিল্পী রুনা লায়লার অবদান অনস্বীকার্য। সংগীতে তার দীর্ঘ ৬০ বছরের পদচারণা। দীর্ঘ সময়ে উপহার দিয়েছেন দর্শকনন্দিত নানা ঘরানার সংগীত। প্রশংসা কুড়িয়েছেন পুরো উপমহাদেশে। গুণী এ সংগীতশিল্পীর সংগীত জীবনের ৬০ বছর পূর্তিতে ব্যতিক্রম ঘরানার আয়োজন করে এনটিভি। অনুষ্ঠানে দেশীয় সংগীতশিল্পীরা রুনা লায়লার গাওয়া ও সুরে বিভিন্ন গান পরিবেশন করেন।

৩ জুলাই এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকীতে উপমহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী রুনা লায়লাকে নিয়ে ভিন্ন ধরনের আয়োজন করে। অনুষ্ঠানে রুনা লায়লা বলেন, ‘‌এনটিভি যে ব্যতিক্রম ঘরানার অনুষ্ঠান করেছে এটা আমার ভালো লেগেছে। কারণ অনুষ্ঠানের আইডিয়াটা ভিন্ন ছিল।’

রুনা লায়লার পর্বটির উপস্থাপনা করেন চিত্রনায়ক ও সংসদ সদস্য ফেরদৌস আহমেদ। রুনা লায়লাকে ঘিরে পর্বটিতে সংগীত পরিবেশন করেন আঁখি আলমগীর, লুইপা, সাব্বির, ঝিলিক, কোনাল, অপু আমান। লুইপা বলেন, ‘এ নিয়ে শ্রদ্ধেয় রুনা ম্যাডামের সামনে তারই সুর করা গান আমার দ্বিতীয়বার গাওয়ার সুযোগ হলো। এক জীবনে তার সুর করা গান গাওয়া যেমন রাষ্ট্রীয় স্বীকৃতি প্রাপ্তির চেয়েও বড় কিছু, ঠিক তেমনি তার সামনে গান গাইতে পারাটাও অনেক বড় সৌভাগ্যের বিষয়।’

ফেরদৌস বলেন, ‘‌অনুষ্ঠানটি রুনা আপাকে নিয়ে। সে কারণে আমি উপস্থাপনা করতে সম্মতি দিই। রুনা আপাকে ধন্যবাদ এমন আয়োজনের অংশ হিসেবে আমাকেও রাখার জন্য। শিল্পীরা প্রত্যেকেই খুব ভালো গেয়েছেন।’ অনুষ্ঠানে কোনাল গেয়েছেন ‘শিল্পী আমি তোমাদেরই গান শোনাবো’ , কোনাল ও সাব্বির গেয়েছেন ‘প্রেমের আগুনে’, সাব্বির গেয়েছেন ‘ গানেই খাতায় স্বরলিপি লিখে’, অপু আমান গেয়েছেন রুনা লায়লার সুর করা ‘চলে যাওয়া ঢেউগুলো আর ফিরে আসেনি’।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন