‘‌সব ধরনের চরিত্রেই কাজ করতে পারি’

ফিচার প্রতিবেদক

ছবি: অভিনেত্রীর ফেসবুক

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সালহা খানম নাদিয়া। সম্প্রতি বিয়ে করে নতুন জীবনে পা রেখেছেন তিনি । বিয়ের ডামাডোলের মধ্যেই অভিনয় করলেন ভিকি জাহেদের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘একটি খোলা জানালা’য়। সালহা খানম বিজ্ঞাপন আর নাটকের পাশাপাশি চলচ্চিত্রেও কাজ করেছেন। ‘ড্রেসিং টেবিল’, ‘আইসক্রিম’ ও ‘রেডরাম’-এ দেখা গেছে তাকে। এছাড়া ওপার বাংলায় কাজ করেছেন ‘সুনেত্রা সুন্দরম’ নামের একটি চলচ্চিত্রে। সদ্যবিবাহিতা নাদিয়ার বর সালমান আরাফাতও বিনোদন অঙ্গনে কাজ করেন। তিনি নাটক ও বিজ্ঞাপনচিত্রে নিয়মিত কাজ করছেন। ৬ জুলাই অর্থাৎ গতকাল ছিল এ অভিনেত্রীর জন্মদিন।

সম্প্রতি তার কাজ নিয়ে বণিক বার্তাকে বলেন, ‘বর্তমানে পাঁচটি ধারাবাহিকে কাজ করছি। এছাড়া সাগর জাহানের রচনা, রতন হাছান ও এআর আকাশের পরিচালনায়  ধারাবাহিক নাটক ‘‘আক্কেলগঞ্জ হোম সার্ভিস’’ ৫ জুলাই প্রচার শুরু হয়েছে। এটি দেখা যাবে প্রতি শুক্র, শনি ও রোববার রাত ৯টা ২০ মিনিটে শুধু আরটিভির পর্দায়। পাশাপাশি বঙ্গতে আরেকটা কাজ করেছি। ভিকি জাহেদের একটি খোলা জানালায়। এটিও প্রচারের অপেক্ষায় রয়েছে।’ 

সালহা খানম নাদিয়া ওটিটি প্লাটফর্মেও কাজ করছেন। ওটিটি নিয়ে এ অভিনেত্রী বলেন, ‘এ প্লাটফর্মে কাজ করতে অনেক ভালো লাগে। সম্মাননা পাওয়া যায় খুব তাড়াতাড়ি। ওটিটিতে গতানুগতিক নাটক থেকে বাজেট বেশি থাকে, ভালো ভালো কনটেন্ট থাকে, সেজন্য ওটিটিতে কাজ করতে ভালো ‍লাগে।’ 

টিভি নাটক নিয়ে জানতে চাইলে নাদিয়া বলেন, ‘আন্তর্জাতিকভাবে টিভি নাটকে দর্শক কম হয়। টিভিতে এখন মানুষ নাটক কম দেখে। বেশির ভাগ ইউটিউব বা ওটিটিতেই দেখে। টিভিতে কাজ করতেও আমার ভালো লাগে, কারণ টিভি নাটক দিয়েই আমি দর্শক প্রিয়তা পাই।’ 

কোন ঘরানার নাটকে অভিনয় করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি সব ধরনের চরিত্রেই কাজ করতে পারি। যেকোনো চরিত্রে নিজেকে খাপ খাইয়ে নিতে পারি। গল্পের প্রয়োজনে চরিত্রের সঙ্গে নিজেকে খাপ খাইয়ে  নিই।সেটা হতে পারে কমেডি অথবা কোনো সিরিয়াস চরিত্র। ’

নিজের জন্মদিন নিয়ে তিনি বলেন, ‘গতকাল আমার জন্মদিন ছিল। দিনটা আমার জন্য অনেক স্পেশাল ছিল।’ 

সালহা খানম নাদিয়া অভিনয়দক্ষতা দিয়েই এ জগতে নিজের জায়গা মজবুত করেছেন। তার ক্যারিয়ারের উল্লেখযোগ্য নাটকের মধ্যে রয়েছে ‘উচ্চতর হিসাব বিজ্ঞান’, ‘টুইন’ ও ‘আয়না রহস্য’৷। গত ঈদে তার বেশকিছু নাটক এসেছিল। এর মধ্যে আছে তুহিন হোসেনের ঈদ ধারাবাহিক ‘ত্রিরত্ন’, শামস করিমের একক নাটক ‘নিজে বাঁচলে বউয়ের নাম’, সম্রাট জাহাঙ্গীরের ‘জামাই গ্যাঁড়াকলে’, এআর আকাশের ‘তানসেনের একটি মুদ্রাদোষ ছিল’ ইত্যাদি। 

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন