মাওলানা ভাসানী বিশ্ববিদ্যালয় ভিসির পদত্যাগ দাবিতে মানববন্ধন

বণিক বার্তা প্রতিনিধি, টাঙ্গাইল

ছবি : বণিক বার্তা ( ফাইল ছবি)

টাঙ্গাইলে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের (ভিসি) দুর্নীতির অভিযোগ তুলেছে তৃতীয় শ্রেণীর কর্মচারী সমিতি। এ সময় ভিসি প্রফেসর ড. মো. ফরহাদ হোসেনের পদত্যাগ দাবিও করেছেন সংগঠনের নেতারা। গতকাল সকালে আয়োজিত মানববন্ধনে এ দাবি জানান তারা।

মানববন্ধনে বক্তব্য রাখেন কর্মচারী সমিতির সভাপতি বজলুর রহমান বাপ্পি, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, সাবেক সভাপতি এসএম মাহফুজুর রহমান মাসুদ, মির্জা রানা, সাংগঠনিক সম্পাদক রিপন তালুকদার, চতুর্থ শ্রেণীর কর্মচারী সমিতির সভাপতি আমিনুর ইসলাম, সাধারণ সম্পাদক মো. মামুন কবির খান প্রমুখ।

বক্তারা অভিযোগ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ফরহাদ হোসেন মানসিক বিকারগ্রস্ত, দাম্ভিক ও দুর্নীতিপরায়ণ মানুষ। তিনি মহান মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী কার্যকলাপে লিপ্ত। তারা অবিলম্বে তার পদত্যাগ দাবি করেন।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন