১৮০৫ কেজি আম নিয়ে চাঁপাইনবাবগঞ্জ ছাড়ল বিশেষ ট্রেন

বণিক বার্তা প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ

ছবি : বণিক বার্তা ( ফাইল ছবি)

চাঁপাইনবাবগঞ্জ থেকে চালু হলো আম পরিবহনের বিশেষ ম্যাংগো স্পেশাল ট্রেন। গতকাল সন্ধ্যা ৬টায় প্রায় ১ হাজার ৮০৫ কেজি আম নিয়ে ছেড়ে যায় ম্যাংগো স্পেশাল ট্রেন। কম খরচে আম পরিবহনের বিষয়টি মাথায় রেখে বিগত বছরগুলোর ধারাবাহিকতায় পঞ্চমবারের মতো আম পরিবহনের বিশেষ এ ট্রেন চালু করছে বাংলাদেশ রেলওয়ে। ম্যাংগো স্পেশাল ট্রেনে চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকা প্রতি কেজি আম পরিবহনে খরচ হবে ১ টাকা ৪৮ পয়সা।

গতকাল বিকাল ৫টায় চাঁপাইনবাবগঞ্জ রেলস্টেশনে ম্যাংগো ও ক্যাটেল ট্রেনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য আব্দুল ওদুদ। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাছমিনা খাতুন, বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চলের প্রধান প্রকৌশলী আসাদুল হক, বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক শাহ সুফী নূর মোহাম্মদসহ অন্যরা।

এর আগে গতকাল বিকাল ৪টায় রহনপুর স্টেশন থেকে ১ হাজার ২০ কেজি আম নিয়ে যাত্রা শুরু করে ম্যাংগো স্পেশাল ট্রেন। এরপর নাচোল, আমনুরা জংশন হয়ে চাঁপাইনবাবগঞ্জ রেলস্টেশনে আরো ৭৮৫ কেজি আম ওঠানো হয়। পরে আনুষ্ঠানিক উদ্বোধন শেষে আম নিয়ে সন্ধ্যা ৬টায় রাজশাহীর উদ্দেশে ছেড়ে যায় ট্রেনটি।

এরপর রাজশাহী, সরদহ রোড, আনাড়ী, আব্দুল্লাহপুর, ঈশ্বরদী, পোড়াদহ, রাজবাড়ী, ফরিদপুর, ভাঙ্গা হয়ে পদ্মা সেতুর ওপর দিয়ে ঢাকায় পৌঁছবে আমের এ বিশেষ ট্রেন।

চাঁপাইনবাবগঞ্জ রেলওয়ে স্টেশনমাস্টার মোহাম্মদ ওবাইদুল্লাহ জানান, এ ট্রেনে আম ছাড়াও শাকসবজি, ডিমসহ অন্যান্য কৃষিপণ্য পরিবহন করা যাবে। আগামী ১২ তারিখ থেকে তিনদিন ক্যাটেল স্পেশাল ট্রেন চলাচল করবে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন