তুরস্ক থেকে কনটেইনার হোম যাচ্ছে জার্মানিতে

ছবি : আনাদোলু

জার্মান গৃহহীনদের জন্য নেয়া এক কর্মসূচিতে যুক্ত হয়েছে তুরস্কের ভিন্নধর্মী ভবন নির্মাতা প্রতিষ্ঠান কারমোড। প্রতিষ্ঠানটির সরবরাহ করা কনটেইনার হোমে ব্যবহারকারী বড় একটি থাকার ঘর পেয়ে থাকেন। সঙ্গে থাকবে টয়লেট ও গোসলের জায়গা। বাড়িগুলো তৈরি ও ব্যবহারের উপযোগী করতে মাত্র ১০ দিন সময় লাগে। শিগগিরই জার্মানির বাভারিয়া অঞ্চলে ১৫টি রেডি-টু-অকুপাই হোম সরবরাহ করবে কারমোড। প্রতিষ্ঠানটির জার্মান অংশের সমন্বয়ক আহমেদ তাভফিক দুরমাজ জানান, জার্মানিতে এ ধরনের কনটেইনার হোমের চাহিদা বাড়ছে। গত বছর তারা ডেটমোল্ড ও স্টুটগার্টে একই ধরনের প্রকল্প বাস্তবায়ন করেছেন। এবারেরটি গৃহহীন জার্মানদের জন্য তাদের তৃতীয় প্রকল্প। এ কনটেইনার হোমের বিশেষত্ব সম্পর্কে বলেন, ‘আমাদের কনটেইনার হোমগুলো দ্রুত স্থাপন করা যায়। এ বৈশিষ্ট্যের কারণে জরুরি আবাসন প্রকল্পে এগুলোর চাহিদা বাড়ছে। কনটেইনার হোমগুলোর স্থায়িত্ব ও প্রতিকূল আবহাওয়ায় উচ্চ কর্মক্ষমতার কারণে জার্মানির সামাজিক প্রকল্পে প্রাধান্য পেয়ে আসছে।’ আহমেদ তাভফিক দুরমাজ আরো জানান, কারমোড ইস্তানবুলে নিজেদের কারখানায় ৪৫টি বহনযোগ্য কনটেইনার ইউনিট তৈরি করেছে। এখান থেকে কনটেইনার হোমগুলো সড়কপথে জার্মানি নিয়ে যাওয়া হয়। খবর ও ছবি আনাদোলু

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন